ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লী গ্র্যান্ডমাস্টার্স দাবায় জিয়া রানারআপ

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ জানুয়ারি ২০১৮

দিল্লী গ্র্যান্ডমাস্টার্স দাবায় জিয়া রানারআপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতের নয়াদিল্লীতে অনুিষ্ঠত দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন। তিনি ১০ খেলায় ৮ পয়েন্ট লাভ করেন। দশম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার কার্তিকায়ন মুরালির সঙ্গে ড্র করেন। জিয়া এবং আরও দুই দাবাড়ু ৮ পয়েন্ট করে অর্জন করেন, টাইব্রেকিংয়ে জিয়া রানারআপ হন। আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার নাইডিসচ আরকাইজ সাড়ে আট পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। রানারআপ হিসেবে জিয়া চার লাখ ভরতীয় রুপি অর্থ পুরস্কার পান। বাজে আচরণে কোহলির জরিমানা স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে আচরণ বিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ ও মাঠে অপেশাদার আচরণের জন্য তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে। তৃতীয়দিনে বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নে মাঠের অবস্থা খুব একটা ভাল ছিল না। আউটফিল্ড ভেজা থাকায় বল স্যাঁতসেঁতে হয়ে যায়। এ অবস্থা নিয়ে ম্যাচ আম্পায়ারদের কাছে বারবার অভিযোগ করতে থাকেন কোহলি। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ দেখিয়ে আক্রমণাত্মকভাবে বল মাটিতে ছুঁড়ে মারেন তিনি।
×