ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএলে সোহানের শতকে বড় সংগ্রহ দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ জানুয়ারি ২০১৮

বিসিএলে সোহানের শতকে বড় সংগ্রহ দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয়দিন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তার ১৩৩ রানে ভর দিয়ে প্রথম ইনিংসে ৪৪৮ রান করে থেমেছে দক্ষিণাঞ্চল। দ্বিতীয়দিন শেষে বিকেএসপিতে চলমান এ ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চল বিনা উইকেটে ১৪ রান তুলে পিছিয়ে আছে এখনও ৪৩৪ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান অপর ম্যাচে বোলারদের দাপটে দেখা গেছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চল ১৮৭ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয়দিন শেষে তুলেছে বিনা উইকেটে ৩৬ রান। ১২ রানে এগিয়ে গেছে তারা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। পূর্বাঞ্চল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১১ রানে। সোমবার ম্যাচের প্রথমদিন তুষার ইমরান প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন। দ্বিতীয়দিন তিনি ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ওপেনার শাহরিয়ার নাফীস ১৪৯ বলে ১৪ চার ও ১ ছক্কায় ৮০ রান করে আউট হন। তবে এরপরও দক্ষিণাঞ্চলের ইনিংস বড় হয়েছে মূলত ৭ নম্বরে নামা সোহান ও ছয়ে নামা আল-আমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে। আল-আমিন মাত্র ৭০ বলে ৪ চার, ১ ছক্কায় ৫২ রান করে ফিরে গেলেও সোহান সেঞ্চুরি পেয়েছেন। তিনি ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত ১২৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩৩ রান করে ফিরে গেলেও স্বস্তি আসেনি মধ্যাঞ্চল শিবিরে। কারণ ৪৪৮ রানে শেষ হয়েছে পূর্বাঞ্চলের ইনিংস। দুই পেসার এবাদত হোসেন ও আবু হায়দার রনি ৩টি করে এবং মোশাররফ হোসেন ২টি উইকেট শিকার করেন। দিনশেষে ৭ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৪ রান তুলেছে মধ্যাঞ্চল। অপর ম্যাচে আগেরদিনের ৪ উইকেটে ২৪ রান নিয়ে খেলতে নামে পূর্বাঞ্চল। মেহেদি হাসান রানা ৯ নম্বরে নেমে ৬৫ বলে ৪ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন এবং ইয়াসির আলী করেন ৪৫ রান। সে কারণেই দু শ’ পেরোতে পেরেছে পূর্বাঞ্চল। ২১১ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও আরিফুল হক। দিনশেষে বিনা উইকেটে ৩৬ রান তুলে ১২ রানে এগিয়ে গেছে পূর্বাঞ্চল।
×