ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তাহজুড়ে ব্লকে ৮০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ জানুয়ারি ২০১৮

সপ্তাহজুড়ে ব্লকে ৮০ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৮৯ লাখ ৮৬ হাজার ৩০৬টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮০ কোটি ৫৯ লাখ টাকা। সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের। এই ফান্ড ৩০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির মোট ২৭ লাখ ৬৮ হাজার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ২৩ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য এক কোটি ৫৫ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড, ফনিক্স ফিন্যান্স, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, বিএটিবিসি, বিডি থাই এ্যালুমিনিয়াম, এ্যাক্টিভ ফাইন, ইফাদ অটোস ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
×