ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমসে উৎসবের আমেজ

প্রকাশিত: ০৬:০৪, ১০ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ যুব গেমসে উৎসবের আমেজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার দ্বিতীয়দিনে কুমিল্লার জুঁই মারমা এবং শ্রাবন্তী আক্তার ঝড় তুলেছেন। তিনটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই তরুণী সাঁতারু। জুঁই ১০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং শ্রাবন্তী ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে চ্যাম্পিয়ন হন। দ্বিতীয়দিনে ঢাকা বিভাগে কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল, বরিশাল বিভাগে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী, চট্টগ্রাম বিভাগে বক্সিংয়ে স্বাগতিক চট্টগ্রাম, কারাতেতে কুমিল্লা, রাজশাহী বিভাগে হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিভাগে কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা। ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাঙ্গাইল ৩৩-১৭ পয়েন্টে ঢাকা জেলাকে হারায়। ফুটবলে বিকেএসপিতে প্রথম সেমিফাইনালে ঢাকা টাইব্রেকারে ৪-৩ গোলে মানিকগঞ্জকে এবং দ্বিতীয় সেমিতে টাঙ্গাইল ২-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। বরিশাল বিভাগে ভলিবলের (তরুণ) ফাইনালে ঝালকাঠি জেলাকে ২৫-১৩, ২৫-২১ পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন হয় পটুয়াখালী জেলা। চট্টগ্রাম বিভাগে সাঁতারে চিটাগাং ক্লাব সুইমিং পুলে ১৪ ক্যাটাগরির ১১টিতেই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার সাঁতারুরা। তিনটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হন জুঁই মারমা এবং শ্রাবন্তী আক্তার। এছাড়া তরুণ ও তরুণী বিভাগে ৫০ মিটার ফ্রি স্টাইলে কুমিল্লার মানিক ও চাঁদপুরের সাফিয়া, ১০০ মিটার ফ্রি স্টাইলে চাঁদপুরের নুরুল ইসলাম, ২০০ মিটার ফ্রি স্টাইলে কুমিল্লার জাহিদুল ইসলাম, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুমিল্লার কাজী শামীম, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুমিল্লার কাজী শামীম, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে কুমিল্লার মেহেদী হাসান, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে চাঁদপুরের নুরুল ইসলাম চ্যাম্পিয়ন হন। দাবায় দ্বিতীয়দিনে ছিল চট্টগ্রামের জয়জয়কার। এমএ আজিজ স্টেডিয়াম হলে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় অ-১৩ বালক বিভাগে চট্টগ্রামের নাজমুল হায়াত চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ির চচমং রাখাইন রানারআপ; বালিকা অ-১৩ বিভাগে চট্টগ্রামের রুমাইশা হায়দার চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ির কনিষ্ঠা চাকমা রানারআপ; বালক অ-১৭ বিভাগে চট্টগ্রামের তাহসিন ওয়াসিফ চ্যাম্পিয়ন এবং লক্ষ্মীপুরের আবদুল আহাদ রানারআপ এবং অ-১৭ বালিকা বিভাগে চট্টগ্রামের তানজিলাতুন নুর চ্যাম্পিয়ন হয়। এছাড়া একই ভেন্যুতে বক্সিংয়ে রাঙ্গামাটি জেলার তরুণ বক্সাররা তিনটি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়। ৪৪ কেজিতে রাঙ্গামাটির জেনিন হাসান, ৪৬ কেজিতে রাঙ্গামাটির প্রঙ্গাধন চাকমা, ৪৯ কেজিতে বান্দরবানের ইমন তঞ্চজ্ঝা, ৫২ কেজিতে বান্দরবানের রয়েল চাংকুব, ৫৬ কেজিতে রাঙ্গামাটির আর্জদীপ চাকমা, ৬০ কেজিতে লক্ষ্মীপুরের মকবুল হোসেন চ্যাম্পিয়ন হন। তরুণীদের বক্সিংয়ে ৪৪ কেজিতে বান্দরবানের জুলিয়েট ত্রিপুরা, ৪৬ কেজিতে রাঙ্গামাটির ইয়াছমিন আক্তার মুমু, ৪৮ কেজিতে রাঙ্গামাটির রাখি তালুকদার এবং ৫১ কেজিতে একই দলের শিপা চাকমা চ্যাম্পিয়ন হন। কারাতেতে তরুণদের অ-৪৫ কেজিতে নোয়াখালীর আসিফ আলী, অ-৫০ কেজিতে কুমিল্লার দেলোয়ার হোসেন ইমরান, অ-৫৫ কেজিতে কুমিল্লার সারোয়ার হোসেন এবং অ-৬০ কেজিতে কুমিল্লার কামরুল হাসান; এই ইভেন্টের তরুণী বিভাগে অ-৪০ কেজিতে ফেনীর মুন্নী আক্তার, অ-৪৫ কেজিতে কক্সবাজার জেলার খিং মার্য চ্যাম্পিয়ন হন। এমএ আজিজ স্টেডিয়ামে ফুটবলে নোয়াখালী জেলা দল ৩-০ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে এবং কুমিল্লা জেলা দল ৫-০ গোলে বান্দরবান জেলা দলকে হারায়। রংপুর বিভাগে ফুটবল (বালক) ডিসিপ্লিনে ‘ক’ গ্রুপে কুড়িগ্রাম ৬-১ গোলে লালমনিরহাট জেলাকে হারায়। ব্যাডমিন্টন দ্বৈতে (বালিকা) গাইবান্ধা জেলা ২-০ সেটে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এককে গাইবান্ধা ২-০ সেটে কুড়িগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ব্যাডমিন্টনের বালক দ্বৈতে দিনাজপুর ২-০ সেটে রংপুর জেলাকে হারিয়ে সেরা হয়। এই বিভাগে কাবাডিতে রংপুর জেলা ৬৪-২৪ পয়েন্টে কুড়িগ্রাম জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। রাজশাহী বিভাগে দাবায় বালক অ-১৭ বছর গ্রুপে সিরাজগঞ্জের নাঈম হক প্রথম, বগুড়ার আবদুস সোবহান দ্বিতীয় এবং নাটোরের প্লাবন চৌধুরী তৃতীয় হন। বালিকা বিভাগে বগুড়ার মেহেরীন আক্তার রিয়া প্রথম, বালক অ-১৩ গ্রুপে পাবনার ইশতিয়াক হাসান ইমন প্রথম ও নাটোরের আবদুর রহিম সিয়াম দ্বিতীয়, বালিকাদের এই গ্রুপে পাবনার মায়িশা মাহজাবীন তিশা প্রথম হন। হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হ্যান্ডবলের ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ ৩০-১৩ গোলে জয়পুরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
×