ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাপলের চিপে নিরাপত্তা ত্রুটি

প্রকাশিত: ০৬:১৯, ৭ জানুয়ারি ২০১৮

এ্যাপলের চিপে নিরাপত্তা ত্রুটি

মার্কিন টেক জায়ান্ট এ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ম্যাক কম্পিউটার এবং সব ধরনের আইওএস ডিভাইস আইফোন ও আইপ্যাডের চিপে নিরাপত্তা ত্রুটি দেখা দিয়েছে। গত সপ্তাহে এসব ডিভাইসের প্রসেসর স্পেক্টর এবং মেল্টডাউন নামে দুটি ভাইরাসে আক্রান্ত হয়। তবে এ নিয়ে এ্যাপল পণ্য ব্যবহারকারীদের দুঃশ্চিন্তা করার কোন কারণ নেই বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে। কারণ ভাইরাস দুটি প্রতিরোধে ইতোমধ্যে এ্যাপল ব্যবস্থা নিয়েছে। আধুনিক প্রসেসরগুলোর কর্মক্ষমতা বাড়ানোর জন্য ‘স্পেকুলেশন’ নামে যে প্রযুক্তি করা হয় সেখানে ডেটা নিরাপদ এবং বিচ্ছিন্ন থাকে। কিন্তু গবেষকরা আবিষ্কার করেছেন যে, কিছু কিছু ক্ষেত্রে তথ্য ফাঁস হয়ে যায়। এর ফলে প্রায় সব কম্পিউটিং সিস্টেম- ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এবং ক্লাউড সার্ভার- স্পেক্টর বাগ দ্বারা প্রভাবিত হয়ে ইন্টেল চিপ ক্ষতিগ্রস্ত হয়। এসব ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে এ্যাপল ব্যবহারকারীদের উচিত তাদের ডিভাইসগুলো আপডেট রাখা। -অর্থনৈতিক রিপোর্টার
×