ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রনেন্দ্র নাথ মণ্ডল সোনালী ব্যাংকের জিএম

প্রকাশিত: ০৬:১৮, ৭ জানুয়ারি ২০১৮

রনেন্দ্র নাথ মণ্ডল সোনালী ব্যাংকের জিএম

রনেন্দ্র নাথ মণ্ডল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির পর তিনি প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে বি এ (অনার্স) ও এম এ ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। তিনি আইবিবির একজন ডিপ্লোমেড এ্যাসোসিয়েট। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন শাখা প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সফলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি বিদ্যুত প্রকল্পের এলসিতে বিশেষ ছাড় অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের অগ্রাধিকারখাত বিবেচনায় ফাস্ট ট্র্যাক বিদ্যুত প্রকল্পের অনুকূলে এলসি সুবিধা প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিপি) হতে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) প্রাপ্ত ফাস্ট ট্র্যাক বিদ্যুত প্রকল্পগুলো কেবল এলসি খোলায় এ সুবিধা পাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়েছে; যা অবিলম্বে কার্যকর হবে।
×