ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা ছাড়া অগ্রাধিকারমূলক প্রকল্পে অগ্রগতি নেই

প্রকাশিত: ০৬:১৬, ৭ জানুয়ারি ২০১৮

পদ্মা ছাড়া অগ্রাধিকারমূলক প্রকল্পে অগ্রগতি নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কেবল পদ্মাসেতু বাদে সরকারের অগ্রাধিকারভুক্ত বাকি প্রকল্পগুলোতেও কাজের গতি ছিল না বছর জুড়েই। এক্ষেত্রে কাজে আসেনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনাও। এতে প্রকল্পে সময় যেমন বাড়ছে, ভারি হচ্ছে ব্যয়ের খাতাও। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের ঠিকঠাক ফল পেতে জবাবদিহিতা বাড়াতে হবে সংশ্লিষ্টদের। খরস্রোতা পদ্মার বুকে এখন কেবলই ইস্পাত কনক্রিট আর ভারি যন্ত্রপাতির ছোটাছুটি। পৃথিবীর অন্যতম স্রোতস্বী নদী, পদ্মার দুপাড়কে জুড়ে দেয়ার চেষ্টা চলছে দিনরাত। যেন ব্যস্ততার শেষ নেই। ছোট-বড় মিলিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপিতে এখন ১ হাজার ৩ শ’ প্রকল্প। গুরুত্ব বিবেচনায় ৯টির কাজ এগিয়ে নিতে দেয়া হয় জোর নির্দেশনা। যে তালিকায় অনেকটাই এগিয়ে কেবল এই পদ্মাসেতু। পরিকল্পনা কমিশন বলছে, আগামী বছরে পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাড়তি সময় লাগছে এরা দু’বছর। প্রথম পর্যায়ের কাজ শেষ করে এখন দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি বরাদ্দের রূপপুর প্রকল্প। আর আগামী ছয় মাসের মধ্যে দেখা যাবে রাজধানীতে মেট্রোরেলের আনাগোনা। ধীরগতি মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্র নির্মাণ প্রকল্পেও, যার গতি মাত্র ১৬ শতাংশ। রামপাল বিদ্যুত কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ধুমঘুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণের অগ্রগতি এখনও ৫ শতাংশের নিচে। চুক্তি স্বাক্ষর, ঠিকাদার নিয়োগ জটিলতায় আটকে আছে অন্য প্রকল্পও। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কাজের পরিধি বেড়েছে যতটা, অরিরিক্ত ব্যয় আর অব্যবস্থাপনার মাত্রাও ছাড়িয়েছে তার চেয়ে বেশি। যাতে ফল মিলছে না খুব একটা। বিশেষজ্ঞদের মতে, ঠিকঠাক ফল পেতে প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাড়াতে হবে তদারকি।
×