ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে লেনদেনের ২০ শতাংশ ব্যাংক খাতের

প্রকাশিত: ০৬:১৫, ৭ জানুয়ারি ২০১৮

গত সপ্তাহে লেনদেনের ২০ শতাংশ ব্যাংক খাতের

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ডিএসইতে মোট লেনদেনের ২০ শতাংশ অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৯৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বস্ত্র খাতে ১৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ৮০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রকৌশল খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি বিদ্যুত খাত ১২ শতাংশ, ওষুধ খাতে ৮ শতাংশ, আর্থিক খাত ৬ শতাংশ, সিমেন্ট ও খাদ্য খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৩ শতাংশ, জীবন বিমা, আইটি ও সেবা-আবাসন খাত ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া সাধারণ বিমা ও মিউচুয়াল ফান্ড, ট্যানারি, সিরামিক খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে এক্মি ল্যাবরেটরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কসের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন সুবিধা নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আলোচ্য বছরে একমি ল্যাব ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×