ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে নানা- নাতি হত্যা মামলায় জামাতা রিমান্ডে

প্রকাশিত: ০৬:৪৫, ৬ জানুয়ারি ২০১৮

সিদ্ধিরগঞ্জে নানা- নাতি হত্যা মামলায় জামাতা রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় নানি পারভিন আক্তার ও নাতি মেহেদী হাসান হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটককৃত মেয়ের জামাতা নবী আউয়াল সন্দেহভাজন আসামি হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। এদিকে নিহত পারভিন আক্তারের মেয়ের জামাতা ও মেহেদী হাসানের পিতা আটক নবী আউয়ালকে আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বরিশালে ডিবি পরিচয়ে ছিনতাই ॥ আটক পাঁচ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ডিবি পরিচয়ে টাকা ছিনতাই করে মাইক্রোবাসযোগে পালানোর সময় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতকড়া, ডিবির পোশাক, ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।আটকরা হলো মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র সিরাজ হাওলাদার, একই গ্রামের আয়নাল হাওলাদারের পুত্র সুমন হাওলাদার, শিবচরের জাহাঙ্গীর ফরাজীর পুত্র নাসের ফরাজী, শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের মজিদ হাওলাদারের পুত্র আলম হাওলাদার ও নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর পুত্র মোঃ রানা। বৃহম্পতিবার সন্ধ্যায় জেলার গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগিতায় কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রাামের খাদিজা বেগম ও তার পুত্র কায়েস হাওলাদার নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য ৮০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তারা টরকী বন্দর সোনালী ব্যাংক শাখা থেকে আরও ২ লাখ টাকা উত্তোলন করেন। মোট ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রড, সিমেন্ট ক্রয়ের জন্য তারা ভুরঘাটার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে ডিবি পরিচয়ে তাদের টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলে। এ সময় গৌরনদী মডেল থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই সগীর হোসেন বিষয়টি দেখে তাদের আটকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিষয়টি তাৎক্ষণিক তিনি (সগীর) পার্শ¦বর্তী সকল থানার ওসিকে অবহিত করেন। সূত্রে আরও জানা গেছে, ছিনতাইকারীরা খাদিজা ও কায়েসকে মাইক্রোবাসে তুলেই চোখ বেঁধে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা গৌরনদী থেকে আগৈলঝাড়া মহাসড়ক ধরে কোটালীপাড়ায় প্রবেশ করে। পীড়ারবাড়ীতে মাইক্রোবাস থেকে খাদিজা ও কায়েসকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এদিকে পুলিশ বিভিন্ন মোড়ে ব্যারিকেড সৃষ্টি করায় ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ি এলাকার বহড়াবাড়িতে পুলিশ ব্যারিকেড দেখে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিতদের পুলিশ আটক করে।
×