ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

-রাশিদা নূর

বিচিত্র তথ্য

প্রকাশিত: ০৬:৩১, ৫ জানুয়ারি ২০১৮

বিচিত্র তথ্য

কয়েন জমিয়ে বিএমডব্লিউ ক্রয় কয়েন জমিয়ে সেই টাকা দিয়ে বিএমডব্লিউ কিনেছেন চীনের এক ব্যবসায়ী। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, গত কয়েক বছর ধরে ওই ব্যবসায়ী চীনা কয়েন জমা করেন। এরপর কয়েনগুলো বাক্সবন্দী করে সোজা চলে যান দোকানে। কিনে ফেলেন ৪৫ হাজার পাউন্ডের একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ। চীনের ফুজিয়ান প্রদেশের দোকানের সেলস ম্যানেজার মি.জু বলেন, ‘তিনি পাইকারী ব্যবসায়ী। গাড়িটি ক্রয়ের পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে আমাদের খুব জোরাজুরি করেন। তাও আবার প্রতিটা ৫ ইয়ানের কয়েন। তবে এ কথা ঠিক তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইয়ান হবে। গাড়ির প্রথম কিস্তি ৭ হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেছেন তিনি। ১০টি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের বেশ কয়েকজন কর্মচারী। আনার পর সেগুলো দোকানের মেঝেতে ঢালা হয়। সেলসম্যানদের একটা গ্রুপ কয়েনগুলো কয়েক ঘণ্টায় গুণে শেষ করেন। পোশাক নাকি রেলগাড়ি... পোশাক নাকি রেলগাড়ি! শুরুটা দেখা গেলেও শেষটা খুঁজে পাওয়া মুশকিল। অনেকে ভাবছেন এ আবার কেমন পোশাক? হ্যাঁ, এটি অন্যান্য পোশাকের মতো দেখতে হলেও লম্বায় রাত-দিন তফাৎ। অর্থাৎ পোশাকটির দৈর্ঘ্য আট কিলোমিটারেরও অধিক। সত্যি অবাক করা কাণ্ড। নিজের বিয়ে স্মরণীয় করে রাখতে ফ্রান্সের এক তরুণী এই অভিনব পোশাক বেছে নিয়েছেন। বলা যায়, এতে তিনি সফল। কেননা পোশাকটি ইতিমধ্যে বিশ্ব রেকর্ড গড়ে নাম উঠিয়েছে গিনেস বুকের পাতায়। ফরাসি কনস্ট্রাকশন কোম্পানি ডায়নামিক প্রজেক্ট তৈরি করেছে এই গাউন। সাধারণত নারীদের গাউন তৈরি করতে ৫ থেকে ১০ মিটার কাপড় যথেষ্ট। খুব বেশি হলে ২০ মিটার। সেখানে বিয়ের জন্য এই স্পেশাল সাদা গাউন তৈরি করা হয়েছে ৮ হাজার ৯৫ মিটার কাপড় দিয়ে। ১৫ জন কারিগর পোশাকের বিভিন্ন অংশ তৈরি করেছেন। তারপর সেগুলো জোড়া দেয়া হয়েছে। গিনেস বুক বলছে, বিয়ের এই পোশাক দিয়ে মাউন্ট এভারেস্ট ঢেকে ফেলা যাবে। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সর্ব সাধারণের জন্য পোশাকটি রাখা হয়েছে ফ্রান্সের বাড়িতে। পরে প্রত্যেকটি অংশ কেটে বিক্রি করা হবে। বিক্রয়কৃত অর্থ ব্যয় হয়ে সমাজসেবায়। ঠিক ১১ বছর আগে এই কোম্পানি বিশ্বের দীর্ঘতম আরেকটি পোশাকটি বানিয়েছিল। যার দৈর্ঘ্য ছিল ২ হাজার ৩ দশমিক ৯০ মিটার। এবার নতুন পোশাক বানিয়ে তারা নিজেরাই ভাঙল নিজেদের রেকর্ড।
×