ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায় পিছিয়ে

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জানুয়ারি ২০১৮

ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায় পিছিয়ে

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৪১৮ কোটি ৮ লাখ টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আয় হয়েছে ৩৮০ কোটি ২৩ লাখ টাকা। এই হিসেবে ঘাটতি রয়েছে ৩৭ কোটি ৮৫ লাখ টাকা। তবে বাকি ছয় মাসে বছরের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া। তিনি বলেন, চলতি অর্থবছরে এ বন্দরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা। গত অর্থবছরে ধরা হয়েছিল ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×