ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সজল-ঐন্দ্রিলার ‘ফেইক লাভ’

প্রকাশিত: ০৬:২৬, ৪ জানুয়ারি ২০১৮

সজল-ঐন্দ্রিলার ‘ফেইক লাভ’

স্টাফ রিপোর্টার ॥ বুলবুল আহমেদ ও ডেইজি আহমেদ দম্পতির অন্যতম সন্তান মিষ্টি মেয়ে ঐন্দ্রিলা অনেক দিন পর একটি খ- নাটকে অভিনয় করলেন। ‘ফেইক লাভ’ নামের এই খ- নাটকে ঐন্দ্রিলা সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করেছেন। আহসান হাবিব সকালের রচনায় ‘ফেইক লাভ’ নাটকটি পরিচালনা করেছেন সময়ের মেধাবী নির্মাতা দীপু হাজরা। সজল, ঐন্দ্রিলা ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ। ‘ফেইক লাভ’ নাটকের গল্পে দেখা যাবে ঐন্দ্রিলা-সজলের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তবে তা নেট নির্ভর। সজল ইতালি থাকেন, আর সেখান থেকে ফেসবুকে ঐন্দ্রিলার সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালবাসা, যা কিনা অনেক গভীর রূপ নেয়। একদিন ঐন্দ্রিলা তাকে ভালবাসা দিবসে দেশে আসতে বলে। এও বলে আমি দেখতে চাই সত্যিকারে যদি তুমি আমাকে ভালবাস তাহলে ঐ দিন দেশে এসে প্রমাণ করতে হবে। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা সজল ১৪ তারিখের পূর্বে কোন টিকেট পায় না। বিষয়টি ঐন্দ্রিলাকে জানালে সে নেট থেকে তাকে ব্লক করে দেয়। এমনকি মোবাইল নম্বরও পরিবর্তন করে। সজল উপায়ান্ত না পেয়ে হুট করে দেশে চলে আসে। খুঁজতে থাকে ঐন্দ্রিলাকে। কোথাও খুঁজে পায় না তাকে। যদিও এটি ঐন্দ্রিলা সজলের বাস্তব জীবনের কোন গল্প নয়। সম্প্রতি সুটিং শেষ হওয়া ‘ফেইক লাভ’ নামের নাটক নির্মাতা প্রসঙ্গে দীপু হাজরা বলেন নাটকের গল্পটি একটু ব্যতিক্রম। আর সজল ও ঐন্দ্রিলার সঙ্গে এটি আমার প্রথম নাটক। নাটকের গল্প অনুযায়ী ওরাও অনেক ভাল অভিনয় করেছে। আশা করছি বেশ ভাল একটি কাজ হবে। অভিনেতা সজল বলেন, দীপু হাজরা ভাইয়ের সঙ্গে দীর্ঘ বছরের পরিচয়। কিন্তু এর আগে কোন নাটকের কাজ আমরা করিনি। তাঁর কাজের অনেক সুনাম শুনেছি। অনেক ভাল কাজ উনি করেন। তার প্রমাণও পেলাম কাজে এসে। অনেক গোছানো একটি ইউনিট। সর্বোপরি উনার পরিচালনা এক কথায় অসাধারণ। নাটকে অভিনয়ের সময় আমি বেশ এনজয় করেছি। আশা করি নাটকে দর্শকরা ভিন্ন কিছু পাবেন। অভিনেত্রী ঐন্দ্রিলা বলেন, দীপু ভাইয়ের সঙ্গে এটা আমারও প্রথম কাজ। তিনি অসাধারণ একজন মানুষ। পরিচ্ছন্ন একটি ইউনিট। নাটকের গল্প ও কাস্টিংও ভাল ছিল। আমিও আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। তবে মজার বিষয় হলো প্রায় ১০ বছর পর সজল ভাইয়ের বিপরীতে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। তাই ফিলটা একটু অন্য রকম ছিল। আশা করি নাটকটি দর্শকের ভাল লাগবে।
×