ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে আসছে একাধিক নতুন প্রযোজনা

প্রকাশিত: ০৫:৪৯, ২ জানুয়ারি ২০১৮

ঢাকার মঞ্চে আসছে একাধিক নতুন প্রযোজনা

সাজু আহমেদ ॥ কালের গহ্বরে চলে গেল আরও একটি বছর। শুরু হয়েছে ইংরেজী নতুন বছর। গত বছর ঢাকার মঞ্চে সংখ্যার আধিক্য না বাড়লেও ভাল কিছু প্রযোজনা দর্শকরা অবলোকন করেছেন। বছরব্যাপী একাধিক দলে ভাল ভাল প্রযোজনা মঞ্চে এসেছে। যা নিয়ে দেশে বিদেশে বেশ প্রশংসিত হয়েছে দলগুলো। গেল বছর ভাল কয়েকটি প্রযোজনার মধ্যে ‘রিজওয়ান’, ‘ক্রাচের কর্নেল’ এবং ‘নদ্দিউ নতিম’ ব্যাপক সাড়া জাগিয়েছে। লোকনাট্যদলের ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম, বঙ্গলোকের ‘রূপচান সুন্দরী’র ৫০তম, নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’র ২৫তম মঞ্চায়ন, শিল্পকলা একাডেমির উদ্যোগে পাঠাভিনয় উৎসব এবং প্রাঙ্গণেমোর নাট্যদলের দেশের বাইরে প্রথমবারের মতো ৭টি নাটকের মঞ্চায়নসহ বেশকিছু সাফল্য এসেছে এ বছর। বাংলাদেশের মঞ্চনাটক যে কোন পর্যায়ে চলে গেছে তার প্রমাণ আবারও পেয়েছেন থিয়েটার দর্শকরা। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে আরও বেশি মানসম্মত নাটক মঞ্চে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিশেষ করে বড় দলগুলো নতুন নাট্য প্রযোজনা খড়া কাটিয়ে আবারও নিয়মিত হবে এমনটাই আশা করছেন অনেকে। ঢাকার মঞ্চে নিয়মিত দলগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে এবারের ইংরেজী নতুন বছরের বেশ কটি নাট্য দল নতুন নাটক মঞ্চে আনার প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে মহড়া শুরুও করে দিয়েছে দলগুলো। তবে সব চেয়ে এগিয়ে আছে নতুন নাট্য সংগঠন অনুরাগ থিয়েটার। ২০১৮ সালের প্রথম দিন তারা মঞ্চে এনেছে তাদের নতুন প্রযোজনা ‘গ্রাস’। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে ‘গ্রাস’ নাটকটি রচনা করেছেন শ্যামল দত্ত। আর নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। বছরের প্রথম দিন ১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এ বছর নতুন আরও একটি প্রযোজনা মঞ্চে আনতে যাচ্ছে ঢাকা আর্ট থিয়েটার। ইতোমধ্যে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়েছে। মনোজমিত্রের আগুন উপখ্যান নাটক অবলম্বনে ‘আগুন উপখ্যান’ নাটকের নির্দেশনা দিচ্ছেন হায়দার মোঃ জিতু। এদিকে নতুন বছরের অন্তত তিনটি নাটক মঞ্চে আনছে ঢাকা মৌলিক নাট্যদল। এর মধ্যে আগামী মার্চের দিকে ‘অপূর্ণতা’ এবং ‘কাঠ ঠোকরা’ নামে নতুন দুটি নাটক মঞ্চে আনছে তারা। এছাড়া আরও একটি নাটক বছরের মাঝামাঝিতে মঞ্চে আনবে ঢাকা মৌলিক নাট্যদল। এ বছরেই নতুন দুটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে নন্দিত নাট্য সংগঠন ঢাকা থিয়েটার। এর মধ্যে একটি নাটকের নির্দেশনা দেবেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অন্যটি নির্দেশনা দেবেন শহিদুজ্জামন সেলিম। দুটি নাটকই রচনা করেছেন অধ্যাপক আনন জামান। নতুন বছরের সবচেয়ে বড় চমক দিতে যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়। এ বছর তারা মঞ্চে আনতে যাচ্ছে বঙ্গবন্ধু হত্যাকা- নিয়ে বিশেষ প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’। নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দেবেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এ বছর নাট্যধারা মঞ্চে আনছে ‘চার্লি’ নামে একটি নাটক। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিচ্ছেন দলের সিনিয়র নাট্যকর্মী লিটু শাখাওয়াত। নাট্যাঙ্গনে চমকে দেয়া বঙ্গলোক থিয়েটার এ বছর ‘কারবালার নিদান’ নামে আরও একটি নাটক। কারবালার বিয়োগান্তক ঘটনা অবলম্বনে ‘কারবালার নিদান’ নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন সায়িক সিদ্দিকী। কেরানীগঞ্জের থিয়েটার উত্তরীয় মঞ্চে আনছে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘হান্টিং ডেথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন দেবেন্দু উদাস। ঢাকার মঞ্চে নতুন নাট্যদল নাটকবাড়ি মঞ্চে আনছে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘অদ্ভুত’। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন জুলফিকার চঞ্চল। অলক বসুর নেতৃত্বে নবগঠিত নতুন নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরিও এ বছর নতুন নাটক প্রযোজনা করবে বলে জানা গেছে। অন্যদিকে মাইম চর্চাকারী সংগঠন মাইম আর্ট এবার মঞ্চে আনছে তাদের প্রথম মঞ্চনাটক প্রযোজনা ‘ডিগবাজি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মাইমশিল্পী নিথর মাহবুব। নতুন দুটি নাটক মঞ্চে আনছে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন। এ বছরের মাঝামাঝিতে তারা দুটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে একটি মঞ্চ নাটক একটি পথ নাটক রয়েছে। পথ নাটকের নাম ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’। অচিরেই মঞ্চনাটকেরও মহড়া শুরু হবে। দুটি নাটকই রচনা ও নির্দেশনা দিচ্ছে প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা।ঢাকার মঞ্চে নতুন নাট্য সংগঠন নৈবদ্য থিয়েটার তাদের তাদের প্রথম প্রযোজনা ‘বিদ্রোহ এবং’ নাটকের সাফল্যের পর দ্বিতীয় প্রযোজনার কাজ শুরু করেছে গত বছরই। এরই ধারাবাহিকতায় এ বছরের শুরুর দিকে তারা মঞ্চে আনছে নতুন নাটক। এদিকে সর্বশেষ ‘মগজ ধোলাই’ নামের একটি প্রযোজনা মঞ্চে আনা নাট্য সংগঠন অঙ্গীকার নাট্যদলও এ বছর নতুন প্রযোজনা মঞ্চে আনছে। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। ঢাকার বাইরে ময়মনসিংহের কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রযোজনা হিসেবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন নাটক মঞ্চে আনছে। তবে নাটকের মান বাড়ার পাশাপাশি নতুন নতুন নাট্যদলগুলোকে সমানতালে হল বরাদ্দ দেয়া, অব্যাহত দর্শক সঙ্কট নিরসনে ঢাকা শহরের বিভিন্ন স্পটে মিলনায়তন নির্মাণ এবং ঢাকাকেন্দ্রিক নাট্য চর্চার গতি বাড়াতে দেশব্যাপী নাট্য আন্দোলন আরও জোরদার করণ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা এবং উপজেলা পর্যায়ে নাটক মঞ্চায়ন উপযোগী মিলনায়তন নির্মাণের দাবি জানিয়েছেন দেশের নাট্যকর্মীরা।
×