ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনী ১-৩ শেখ জামাল ধানমন্ডি

বিপিএল ফুটবল ॥ প্রতিশোধের জয়ে শিরোপা রেসে শেখ জামাল

প্রকাশিত: ০৬:০৭, ১ জানুয়ারি ২০১৮

বিপিএল ফুটবল ॥ প্রতিশোধের জয়ে শিরোপা রেসে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিশোধের জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ভালমতোই শিরোপা রেসে টিকে থাকল শেখ জামাল ধানমন্ডি। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছে পেশাদার লীগের তিনবারের চ্যাম্পিয়ন জামাল। লীগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল বন্দর নগরীর দল। টানা তিন ম্যাচে আট পয়েন্ট হারিয়ে রেস থেকে ছিটকে পড়েছে চট্টগ্রাম আবাহনী। ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে শেখ জামাল। এক পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে ঢাকা আবাহনী আর ৪৩ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে এগিয়ে যায় শেখ জামাল ধানম-ি। ডানকোনা থেকে চট্টগ্রাম আবাহনীর ডি বক্সে শট নেন শেখ জামালের ফরোয়ার্ড নুরুল আবসার। তার দেয়া বল থেকে মিডফিল্ডার আলী হোসেনের জোরালো শট আবাহনীর এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ধারাবাহিকভাবে গোল পাওয়া নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিন ওনরিভে (১-০)। এটি লীগে লীগে রাফায়েলের ১৫ নম্বর গোল। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। বামপ্রান্ত থেকে দারুণ আক্রমণে বদলি গাম্বিয়ান ফরোয়ার্ড মমোদৌ বাওয়ের কাছ থেকে বল পেয়ে গোল করেন আরেক বিদেশী ফরোয়াড সলোমন কিং (২-০)। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। বদলি মিডফিল্ডার জাহিদ হোসেনের বাঁকানো কর্নার জামালের গোলে প্রবেশের মুখে আলতো পরশ বুলিয়ে দেন বন্দর নগরীর দলটির বিদেশী ডিফেন্ডার ও অধিনায়ক উদোকা এ্যালিসন (২-১)। ৭৮ মিনিটে জয় নিশ্চিত করে, গোল করে শেখ জামাল। বামপ্রান্ত থেকে গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের লম্বা থ্রোয়িং চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন হেড করে ক্লিয়ার করতে যান। কিন্তু বল চলে আসে ফাঁকায় দাঁড়ানো ফরোয়ার্ড জাবেদ খানের কাছে। গড়ানো শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি (৩-১)।
×