ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম আবার বেড়েছে

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

পেঁয়াজের দাম আবার বেড়েছে

অর্থনৈতিক রিটেপার্টার ॥ কিছুটা কমার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে দেশী পেঁয়াজের দাম। কমেনি আমদানি করা অন্যান্য পেঁয়াজের দরও। দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ সঙ্কটকেই দুষছেন পাইকাররা। যদিও চলতি মাসের শেষদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ। সুখবর নেই চালের বাজারেও। তবে লিটারে দুই টাকা পর্যন্ত কমেছে বোতলজাত সয়াবিনের দাম। বাজারে দেশী নতুন পেঁয়াজ আসতে শুরু করায় এক মাসের মধ্যে পেঁয়াজের দর কমে কেজি প্রতি ৩০-৩৫ টাকায় নেমে আসবে-এমন আশার কথা শুনিয়েছিলেন পাইকাররা। এক সপ্তাহ আগে ব্যবসায়ীদের দেয়া এমন আশ্বাসের উল্টো চিত্র দেখা গেলো পাইকারি বাজারে। সরবরাহ সঙ্কটের অজুহাতে এ সপ্তাহে দেশী পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা পর্যন্ত বেড়েছে বাজারে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। তবে কমেছে রসুন ও আদার দাম। চালের বাজারে, নাজিরশাইল, আটাশ ও মিনিকেটসহ অন্যান্য দেশীয় চাল বিক্রি হচ্ছে গত সপ্তাহের বাড়তি দামেই। তবে কেজিতে এক টাকা কমেছে আমদানি করা চালের দর। ডালের বাজারে মসুর, মুগ, খেসারির দামে তেমন হেরফের নেই। খোলা সয়াবিন ও পামওয়েলের দাম অপরিবর্তিত থাকলেও বোতলজাত সয়াবিনের দাম লিটারে কমেছে ২ টাকা। মসলার বাজারে, কেজিতে ৮০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে জিরা, কিসমিস, কাঠবাদাম, পেস্তাবাদামের দাম। অপরিবর্তিত রয়েছে অন্যান্য মসলার দাম।
×