ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে এক্সেসরিজ শিল্প

প্রকাশিত: ০৫:২৪, ২৯ ডিসেম্বর ২০১৭

প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে এক্সেসরিজ শিল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানান প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশের রফতানিমুখী এক্সেসরিজ শিল্প। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি। বাড়ছে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় সরকারী নীতি সহায়তা পেলে আগামীতেও অব্যাহত থাকবে এ শিল্পের অগ্রগতির ধারা। আশির দশকে দেশে বাড়তে থাকে গার্মেন্ট পণ্যের চাহিদা। তখন প্যাকেজিং বলতে শুধু কার্টন ও পলিকেই বোঝাতো। সময়ের প্রয়োজনে চাহিদা অনুপাতে বাড়তে থাকে পণ্যের উৎপাদন। যুক্ত হতে থাকে প্রযুক্তির ব্যবহার। বাড়তে থাকে উৎপাদন পরিধি ও কারখানার আনুপাতিক সংখ্যাও। তাই, গার্মেন্ট ব্যবসায়ীরাও বিদেশের নির্ভরতা কমিয়ে দেশের প্যাকেজিং শিল্পের ওপর আস্থা বাড়াতে থাকেন। যুগের সাথে তাল মেলাতে তাই নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে শুরু করেছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এমনকি পার্শ¦বর্তী ও প্রতিযোগী দেশগুলোর চাইতেও আধুনিক যন্ত্রপাতির এখন দেশের মাটিতে। সমস্যা থেকে বেরিয়ে সহায়তা বাড়ালে রফতানিতেও অবদান রাখতে পারবে এ শিল্পে আশা খাত ব্যবসায়ীদের।
×