ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রানার বিজয় দিবস টেনিস

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৭

রানার  বিজয় দিবস টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় টেনিস কমপ্লেক্সে চলছে রানার বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট। বুধবার পুরুষ এককে নিজ নিজ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়, ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাম, ডারাস বাংলাদেশ লি: এর দীপু লাল ও নরসিংদী টেনিস ক্লবের মিলন হোসেন। মহিলা এককে শেষ চার নিশ্চিত করেছেন নরসিংদী টেনিস ক্লাবের আফরানা ইসলাম প্রিতি, বিকেএসপির জেরিন সুলতানা জলি, জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনা ও বিকেএসপির ঈশিতা আফরোজ। বালিকা একক অনুর্ধ ১৪ বছর গ্রুপে বিকেএসপির জেরিন সুলতানা ৮-০ গেমে একই সংস্থার সুবর্ণাকে, ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিন ৮-০ গেমে বিকেএসপির মাসুমাকে, এলিট টেনিস একাডেমির শ্রাবণী বিশ^াস জুঁই ৮-১ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের লিপিকে, বিকেএসপির রিনভি আক্তার ৮-৬ গেমে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থার শ্রাবন্তি দেবকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। বালিকা একক ১২ বছর গ্রুপে ব্রাহ্মণবাড়ীয় জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিন ৮-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের দীপান্বিতা মিত্রকে, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রত্যাশা দাস ৮-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের তুলতুলকে, বিকেএসপির রিমি ৮-২ গেমে এলিট টেনিস একাডেমির মেহেরীন পূর্ণাকে এবং বিকেএসপির সাদিয়া আফরিন ৮-৩ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের লিপিকে পরাজিত করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন।
×