ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুঃখই প্রেরণা জোকোভিচের...

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৭

দুঃখই প্রেরণা জোকোভিচের...

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরেই টেনিস বিশ্বের আলোচিত নাম নোভাক জোকোভিচ। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে আসেন পাদপ্রদীপের আলোয়। গত দুই মৌসুমেও সমান দুটি করে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। ২০১১ সালেও নিজের শোকেসে তুলেন তিনটি মেজর শিরোপা। শুধু তাই নয়, গত অর্ধযুগ ধরেই কোন না কোন গ্র্যান্ডস্লামের শিরোপা উঠেছে নোভাক জোকোভিচের হাতে। অথচ ২০১৭ সালটাই ব্যতিক্রম কাটল সার্বিয়ান তারকার! কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ছাড়াই মৌসুম শেষ করলেন নোভাক জোকোভিচ। শুধু তাই নয়, এ বছরে তার জেতা শিরোপার সংখ্যাই মাত্র দুটি। সেই প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়েও। গত ১০ বছরের মধ্যে এবারই প্রথম শীর্ষ দশ থেকে ছিটকে পড়েন তিনি। এর ফলে ১২টি গ্র্যান্ডস্লামজয়ী জোকোভিচের অবস্থান এখন ১২। কারণটাও খুব সুস্পষ্ট। বছরের বেশির ভাগ সময়েই যে কোর্টের বাইরে ছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। কনুইয়ের ইনজুরির কারণে গত জুলাই থেকেই কোর্ট থেকে ছিটকে পড়েন জোকোভিচ। যে কারণে, এ বছরে উইম্বলডনই ছিল তার শেষ অংশগ্রহণ। সুদীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম চোটের কারণে অনেক দিন কোর্টের বাইরে থাকতে হয় তাকে। পুরো ক্যারিয়ারে যে কখনই কোন গ্র্যান্ডস্লাম মিস করেননি সেই জোকোভিচই এবার টানা দুই গ্র্যান্ডস্লামে অনুপস্থিত! তবে এমন সিদ্ধান্ত নেয়াটা মোটেও সহজ ছিল না জোকোভিচের। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, বছরের অর্ধেকটা সময় কোর্টের বাইরে ছিটকে পড়াটা সত্যিই খুব দুঃখজনক। আমার জন্য এটা ছিল উত্থান-পতনের বছর। আমার জীবনে কখনই সার্জারি করতে হয়নি। কখনই গুরুত্বপূর্ণ কোন ইনজুরিতে পড়িনি যে কারণে, ট্যুর থেকে দূরে থাকতে হয়েছে আমাকে। পুরো ক্যারিয়ারে কখনই কোন গ্র্যান্ডস্লাম মিস করিনি। তাই এ বছর না খেলার সিদ্ধান্তটা আমার জন্য আসলেই খুব কঠিন ছিল। তবে এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি। এই ঘটনার পর আমি আসলেই চাইব ক্যারিয়ারের বাকি সময়টাতে যেন কখনই দীর্ঘদিনের জন্য ইনজুরিতে না পড়ি। সত্যি কথা বলতে, এটা আমার অনেক বড় একটা শিক্ষা।
×