ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় একই জমিতে একসঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

প্রকাশিত: ০৬:২৭, ২৬ ডিসেম্বর ২০১৭

মাগুরায় একই জমিতে একসঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় একই জমিতে একই সঙ্গে দুই ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে এবং কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। জানাগেছে, জেলার চারটি উপজেলা সদর শ্রীপুর , মহম্মদপুর ও শালিখার প্রায় ২ হাজার কৃষক একই জমিতে পেঁপের সঙ্গে হলুদ চাষ করেছেন। পেঁপে গাছ বড় হয়ে ফল ধরেছে এবং নীচে রয়েছে বাড়তি ফসল হলুদ। ফলে একই জমি থেকে কৃষক দুই ফসল পেঁপে ও হলুদ পাচ্ছেন। হলুদ গাছে তেমন কোন সার ও কীটনাশক লাগে না। এছাড়া বাজারে হলুদের দাম ও চাহিদা রয়েছে ব্যাপক। এছাড়া অনেক কৃষক মরিচ ও বেগুনের সঙ্গে আইলে হলুদ লাগিয়েছে। এই দুটি ফসলের সঙ্গে আইলে হলুদ লাগালে ফলন হতে কোন সমস্যা হয় না। যার কারণে কৃষকরা বাড়তি আয়ের আশায় একই জমিতে দুই ফসল চাষকরে থাকেন। কৃষকরা জানান, চাষ থেকে বাড়তি মুনাফার জন্য তারা একই জমিতে দুই ফসল এবং জমির আইলে হলুদ চাষ করেছেন। কারণ জমির আইল অনাবাদী পড়ে থাকে। সেখানে কিছু ফসল চাষ করলে বাড়তি কিছু আয়ও হয়। কৃষকরা আরও যারা একই জমিতে অন্য ফসলের সঙ্গে সঙ্গে ও জমিরে আইলে অন্য ফসল আবাদ করে তারা লাভবান হয়েছেন। ফলে মাগুরায় একই জমিতে দুই ফসল ও জমির আইলে ফসল চাষ জনপ্রিয় হয়ে উঠছে।
×