ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৫:২৫, ২৫ ডিসেম্বর ২০১৭

শেরপুরে কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘আমাদের সংস্কৃতি, আমাদের অহঙ্কার’ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ সমাবেশ ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নয়া রাংটিয়া স্কুল মাঠে স্থানীয় কোচ কালচারাল এ্যান্ড ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জ, বাংলাদেশের সিইও তরুণ নাট্যকর্মী ও নাট্য সংগঠক তুষার রায়। প্রবীণ কোচ নেতা কমলকান্ত কোচের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক যুগলকিশোর কোচ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, আলহাজ শফিউদ্দিন আহম্মদ কলেজের প্রভাষক কবি সুহৃদ জাহাঙ্গীর আলম, জন উদ্যোগের জেলা আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, আঁচড়ের পরিচালক মোঃ সাইফুল আলম শাহীন, নাটুয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইমরান হাসান শিমুল, বাংলাদেশ কবি প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা কবি মোঃ জালাল উদ্দিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তুষার রায় বলেন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জ জাতিসংঘের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের ৪৫টি উপজাতির জীবনমান উন্নয়নে কাজ করছি। বিশেষ করে তাদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরি, এসব উপজাতিদের পিছিয়ে পড়া সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মনে করি সচেতনতার অভাবে নিয়মিত চর্চা না হলে এসব জনগোষ্ঠী ও তাদের ঐতিহ্যবাহী জীবন সংস্কৃতি হারিয়ে যাবে। তাতে বিশ্ব সংস্কৃতির অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি। সংস্কৃতি চর্চার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগণের অধিকার সচেতনতা তৈরির কাজ করছি। এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও আমরা এই অঞ্চলের জলবায়ু উন্নয়ন, নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যত লক্ষ্য স্থির করতে তাদের বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি। ভবিষ্যতে আমাদের কর্মকান্ডের ব্যাপ্তি আরও বাড়বে বলে আমরা আশা করছি। পরে নৃত্যগীত পরিবেশন করেন রাংটিয়া কোচ কালচারাল এ্যান্ড ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন, রঙ্গ দেকা ক্লাব, নালিতাবাড়ীর খলচন্দা কোচ সাংস্কৃতিক দল, ঝিনাইগাতীর নওকুচি সাংস্কৃতিক দল ও শালচুড়া কোচ সাংস্কৃতিক গোষ্ঠীর কোচ শিল্পীরা ।
×