ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়দিনের বিশেষ নাটক ‘উপহার’

প্রকাশিত: ০৫:২৩, ২৫ ডিসেম্বর ২০১৭

বড়দিনের বিশেষ নাটক ‘উপহার’

সংস্কৃতি ডেস্ক ॥ খ্রীস্টান ধর্মের অনুসারীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের দিন বড়দিন উপলক্ষে আজ রাত ৯-০৫ মিনিটে এনটিভিতে আজ প্রচার হবে বিশেষ নাটক ‘উপহার’। বিগত দু’বছরের ধারাবাহিকতায় এবার উপহার ৩ নির্মিত হয়েছে। ডেবিট প্রণব দাশের মূল গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আপেল মাহমুদ। জয়ন্ত রোজারিওর পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মৌটুসী, স্বাধীনতা, চমক তারা, দিলীপ গোমেজ প্রমুখ। তের বছরের শিশু মৌরী গোমেজ ‘উপহার’ নাটকের গল্পের প্রধান চরিত্র। নাটকের গল্পে দেখা যাবে শিশু বয়সেই মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে মৌরী। সে প্রতিদিন কোন না কোন ভাল কাজ করে। তারদ্বারা মানুষ ভীষণভাবে প্রভাবিত হয়। মানুষকে ভাল করার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে মৌরী। ছোট্ট মৌরীর মূল্যবোধের কাছে হার মানতে হয় অনেক বড় মানুষেরও। গল্পে মৌরী এমন একটি চরিত্র যে নিজে প্রতিদিন স্কুলে হেঁটে যায়, হেঁটে আসে। টিফিনে না খেয়ে থাকে, শপিংয়ে যেতে চায় না আর কোনকিছু কিনতেও চায় না। এভাবে রিকশা ভাড়ার টাকা, টিফিনের টাকা, শপিং না করেও বাঁচানো টাকা জমাতে থাকে মৌরী। কিন্তু কেন?
×