ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৫:৫৬, ২২ ডিসেম্বর ২০১৭

নতুন গবেষণা

গান শোনাবে ড্রোন নির্ধারিত সময় শেষে অফিসে থাকা কর্মীদের শনাক্ত করবে ‘টি-ফ্রেইন্ড’। অফিসের ভেতর উড়তে সক্ষম হাল্কা ওজনের ড্রোনটি কোন কর্মীকে কাজ করতে দেখলেই তার পাশে গান বাজাবে। জাপানের তাইসে প্রতিষ্ঠানের তৈরি ড্রোনটি এপ্রিলে বাজারে আসবে। দাম পড়বে প্রায় সাড়ে চার হাজার ডলার। সূত্র : সায়েন্স ডেইলি আবেগ বুঝবে ‘পিপার’ ফ্রান্সের রেনে’তে অনুষ্ঠিত ‘ডিজিটাল টেক শো’তে অংশ নিয়েছিল মানুষের আবেগ বুঝতে সক্ষম রোবট ‘পিপার’। আর তাই তো প্রদর্শনীর মঞ্চে ঠিক মানুষের মতো করেই সফটব্যাংকের প্রধান বৈজ্ঞানিকের হাত ধরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছে রোবটটি।
×