ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন সিনেটে নতুন আয়কর বিল পাস

প্রকাশিত: ০৪:১৯, ২২ ডিসেম্বর ২০১৭

মার্কিন সিনেটে নতুন আয়কর বিল পাস

প্রতিনিধি পরিষদের পর এবার মার্কিন সিনেটে পাস হয়েছে নতুন আয়কর বিল। এর মধ্য দিয়ে গত ৩ দশকের ইতিহাসে আয়কর আইনের বড় পরিবর্তনের খসড়া প্রস্তাব পাশ হলো মার্কিন কংগ্রেসে। নতুন বিলে কর্পোরেট করের পাশাপাশি কমছে ব্যক্তিখাতে কর। এর মধ্য দিয়ে ট্রাম্প শাসনামলে করখাতের সবচেয়ে বড় পুনর্গঠন হচ্ছে বলে মনে করছেন রিপাবলিকানরা। তবে ডেমোক্র্যাটরা বলছেন, এই বিলের কোন ইতিবাচক প্রভাব সরকারী কর্মকর্তা -কর্মচারীদের ওপর পড়বে না। মঙ্গলবার কিল দ্য বিল স্লোগানে ওয়াশিংটনের রাসেল সিনেটের সামনে নতুন বিলের বিরোধিতা করে বিক্ষোভ করেন মার্কিনীরা। এ বিল কার্যকর হলে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওবামা কেয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ ট্রাম্প প্রশাসনের আওতায় যাদের মেডিক্যাল ইন্স্যুরেন্স নেই, তাদের ২০১৯ সাল থেকে কর দিতে হবে। সাধারণ মার্কিনীদের পাশাপাশি এ কর ব্যবস্থার বিপক্ষে ডেমোক্র্যাটরা। -অর্থনৈতিক রিপোর্টার
×