ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন বছরের প্রথম দিন থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য কর দিতে হবে

প্রকাশিত: ০৪:১৭, ২২ ডিসেম্বর ২০১৭

নতুন বছরের প্রথম দিন থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য কর দিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিন (জানুয়ারি ১, ২০১৮) থেকেই শ্রমিকদের জন্য কর দিতে হবে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগদাতাদের। প্রত্যেক শ্রমিকের জন্য মালয়েশীয় সরকারকে কর দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নিয়োগকর্তাদের অবশ্যই বিদেশী শ্রমিকদের জন্য জনপ্রতি কর দিতে হবে। শ্রমিকদের পুনরায় নিবন্ধনের জন্যই এ কর। এছাড়া এই নীতি কার্যকরের আগেও যারা শ্রমিকদের জন্য কর দিয়েছেন তাদের নতুন করে কর দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আইন ও নিয়মের বিরুদ্ধে যেসব মালিক অসন্তোষ প্রকাশ করবেন, বিরোধিতা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে নিয়োগকর্তাদের থেকে এ বিষয়ে স্বাক্ষর নেয়া হয়েছে। বিদেশী শ্রমিকদের কাজে নিয়োগ দিতে হলে এই কর দিতেই হবে। পেনিনসুলা মালয়েশিয়ায় ম্যানুফেকচারিং, নির্মাণশিল্প ও সার্ভিস সেক্টরে বিদেশী শ্রমিকদের জন্য এই কর নির্ধারণ করা হয়েছে ১৮শ’ ৫০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় ৩৭ হাজার)।
×