ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বিশ্বকাপ জিততে চায় যুবারা

প্রকাশিত: ০৫:৫০, ২১ ডিসেম্বর ২০১৭

এবার বিশ্বকাপ জিততে চায় যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরে যুব বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। শেষ চারে খেলেছে বাংলাদেশ। হয়েছে তৃতীয় দল। এবার বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এবার বিশ্বকাপ জিততে চায় যুবারা। বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের ওপেনার পিনাক ঘোষ এমনটিই মনে করেন। তিনি বলেছেন, ‘আমরা গতবার সেমিফাইনাল খেলেছি। এবার প্রাথমিক লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। অন্তত সেমিফাইনাল খেলা। তারপর আমরা অবশ্যই বিশ্বকাপ জিততে চাই।’ নিউজিল্যান্ডে আগামী বছর ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এবার বাংলাদেশ রয়েছে গ্রুপ-সি’তে। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে ইংল্যান্ড, কানাডা, নামিবিয়া। বাংলাদেশের সুপার লীগ কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা অনেক বেশি। এরপর সেমিফাইনালেও খেলার সম্ভাবনা আছে। ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে, ১৫ জানুয়ারি কানাডার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে লড়াই করবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকতে পারলেই খেলবে সুপার লীগ কোয়ার্টার ফাইনাল। সেই পথ পাড়ি দেয়া অবশ্য কঠিন। তবে অসম্ভব কিছু নয়। ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া, ভারত, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুইয়ের মধ্যকার সেরা দুই দলের একটির সঙ্গে বাংলাদেশের খেলা পড়বে। বিপদ আছে। তবে যুবারা গত আসরে যে নৈপুণ্য দেখিয়েছে, তাতে সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদি সুপার লীগ কোয়ার্টার ফাইনালে জিতে যায় বাংলাদেশ তাহলে সুপার লীগ সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল জিতলেই ফাইনাল খেলবে। কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। এর আগে দেশের মাটিতে খেলার সুবিধা নিয়ে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে খেলতে হবে। উপমহাদেশের ক্রিকেটারদের জন্য সেখানকার কন্ডিশনে মানিয়ে নেয়া সবসময়ই কঠিন। আবার বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের সদস্যদের নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। এমন কন্ডিশনে বিশ্বকাপ শিরোপা হাতে তুলে ধরা কঠিন কাজই। তবে সিনিয়র যুবা ক্রিকেটাররা কিন্তু ঘাবড়াচ্ছেন না। তারা সাহসই দেখাচ্ছেন। এর কারণ তারা পূর্বসূরি মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে আগেই কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়ে রেখেছেন। যা তাদের বিশ্বকাপের মহারণে নেমে ভাল খেলতে ভূমিকা রাখবে। পিনাকই যেমন বলেছেন, ‘এটা নিয়ে চিন্তা করছি না। মাশরাফি ভাই, সৌম্য ও মোসাদ্দেক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যে, কন্ডিশন খুব বেশি কঠিন হবে না। এ ছাড়া আইসিসির ইভেন্টে উইকেট সাধারণত কঠিন হয় না। আমরা তাই কন্ডিশন নিয়ে চিন্তিত নই।’ এখন যুব বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হলেই হয়।
×