ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার শিক্ষার্থী খন্ড-কালীন চাকরি পাচ্ছেন

প্রকাশিত: ০৬:১৬, ২০ ডিসেম্বর ২০১৭

পাঁচ হাজার শিক্ষার্থী খন্ড-কালীন চাকরি পাচ্ছেন

ওয়াজেদ হীরা ॥ মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি। প্রতিবছরের মতো এবারও মেলায় অংশ নেয়া স্টল প্যাভিলিয়নের নান্দনিকতার কাজও শেষের দিকে। আর এই স্টলগুলোকে নিয়েই খন্ড-কালীন চাকরির স্বপ্ন দেখছেন হাজারো শিক্ষার্থী। মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টলে প্রায় পাঁচ হাজারের মতো শিক্ষার্থীর খন্ড-কালীন কর্মসংস্থান হবে বলে জানা গেছে। অংশ নেয়া বিভিন্ন স্টলের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যমী তরুণ-তরুণীদের অংশগ্রহণের কারণে একটা মেলবন্ধন হয়। মেলার স্টলগুলো উচ্ছ্বাসে ভরপুর থাকে। শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রতিবছর এ মেলার আয়োজন করে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এবারের ২৩তম আয়োজনের জন্য ইপিবি ইতোমধ্যে তাদের নানা কার্যক্রম সম্পন্ন করেছে। এবারও থাকছে দেশী-বিদেশী স্টল ও প্যাভিলিয়ন। সব প্যাভিলিয়ন ও স্টলে কমবেশি শিক্ষার্থীরা পাবেন মাসব্যাপী কাজের সুযোগ। এক মাস স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নতুন কিছু শেখার অভিজ্ঞতা যেমন হয় তেমনি হয় বাড়তি আয়ও। আর ভবিষ্যতের চাকরির বাজারে এই অভিজ্ঞতাও একটা বড় বিষয় মনে করেই আগ্রহী তরুণ-তরুণীরা যোগ দিতে মুখিয়ে থাকেন। অনেক প্রতিষ্ঠান আবার মেলা শেষ হয়ে গেলেও নিয়মিত কাজের সুযোগ দেয়। আসিফ আদনান জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি গত দুই বছরই কাজ করছেন এই মেলার স্টলে। এবছরও প্রত্যাশা করছেন ভাল কোন প্রতিষ্ঠানে কাজ করার। তিনি বলেন, আমি কাজটা যেমন উপভোগ করি তেমনি কিছু শিখতেও পারি। এছাড়া মাস শেষে একটা ভাল সম্মানীও দেয়া হয়। বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আফসানা জানান, এখানে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জটাকে ভাল বুঝা যায়। খ-কালীন কাজ নিয়ে রাইসা ইসলাম বলেন, এক মাসের জন্য ইতোমধ্যেই একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলে চায়ের ব্যবস্থাও রয়েছে। সঙ্গে রাতে ট্রান্সপোর্ট সুবিধা আছে। কর্মঘণ্টা নিয়ে বলেন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর মাস শেষে বেতন ১৭ হাজার টাকা জানালেন ঐ শিক্ষার্থী। জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ৩০ জনের মত শিক্ষার্থী সুযোগ পাচ্ছেন সেলসম্যান কাজের। বিভিন্ন প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কনজ্যুমার, হাউসহোল্ড পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ সেলস এক্সিকিউটিভ ২০০ কর্মী নিচ্ছে। এসকোয়ার ইলেকট্রনিকস লিমিটেড নিচ্ছে ৩০ জন বিক্রয়কর্মী। খন্ড-কালীন কাজের জন্য ৫০ জন জুনিয়র সেলস এক্সিকিউটিভ নেবে আকতার ফার্নিচার। কোকোলা ফুড প্রডাক্টস মেলায় ৪০ জন খন্ড-কালীন সেলস প্রমোটর নিচ্ছে। এছাড়াও ১৮ জনের মত শিক্ষার্থীকে কাজের সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রায় অর্ধশত ব্র্যান্ড প্রমোটর নিচ্ছে বেঙ্গল গ্রুপ। এছাড়াও মোবাইল ব্র্যান্ড, ফার্নিচারশিল্প, কনজ্যুমার ও হাউসহোল্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারী বিভিন্ন ব্র্যান্ড, কসমেটিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিকস কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়ন বা স্টল অনুসারে বিক্রয়কর্মী নিয়োগ দেয়। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যেই খন্ড-কালীন বিক্রয় প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অনেককেই জানিয়েও দেয়া হয়েছে। যেসকল প্রতিষ্ঠানে এখনো বাকি রয়েছে তাদেরও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। অনেক প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে কর্মী নিয়ে থাকে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা আরিফ হোসেন বলেন, এই মেলা একটা বড় ধরনের সুযোগ। যেখানে সবার মেধার বিকাশ ঘটে সৃষ্টি হয় সামাজিক যোগাযোগেরও। শিক্ষার্থীদের পরবর্তীতে এটি অন্যান্যক্ষেত্রেও কাজে লাগে বলেও জানান তিনি।
×