ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৭

প্রকাশিত: ০৭:০০, ১৯ ডিসেম্বর ২০১৭

স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৭

স্টাফ রিপোর্টার ॥ ‘আমরা এক-অভিন্ন, সুস্থ ধারার চলচ্চিত্র মোদের কাম্য’ সেøাগানে আগামী ১-৩ জানুয়ারি-২০১৮ ঢাকার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ টু জেড প্রোডাকশন হাউসের উদ্যোগে ‘স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৭’ দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সেরা দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আর্থিকসহ মোট ৪২ শাখায় পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৭ (দ্বিতীয় আসর)-এর জন্য ১৫ নবেম্বর-১৫ ডিসেম্বর পর্যন্ত অনুর্ধ ২৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গ্রহণ করা হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা বিষয়ে বিস্তারিত জানা যাবে- ০১৭৫৭০৩১৭৫৫, ০১৬৭১১৮৯২০৯, ০১৭২২৪৩৬২৫৬, ০১৭৩৮৭৭০৪৭৬ নাম্বারে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনলাইনে ও সশরীরে (ফুড কর্নার, হোসাফ শপিং কমপ্লেক্স, মালিবাগ) জমা দেয়া যাবে। এ টু জেড প্রোডাকশন হাউস ৩-৫ জানুয়ারি-২০১৬ আয়োজন করে প্রথম স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৫। সেই উৎসবে প্রর্দশিত ২৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে সেরা তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আর্থিক পুরস্কারসহ মোট ৩৫টি শাখায় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এ টু জেড প্রোডাকশন হাউস যৌথভাবে ২০১৩ সালে ১টি এবং ২০১৪ সালে ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজন করে। ইতিপূর্বে আয়োজনকৃত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে স্বদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা-২০১৭ (দ্বিতীয় আসর) আয়োজনটি সাফল্যম-িত হবে, এটা উক্ত চলচ্চিত্র উৎসবের জন্য গঠিত চলচ্চিত্র উৎসব কমিটি মনে-প্রাণে বিশ্বাস করে। উৎসব পরিকল্পনা ও পরিচালনা এস এম মাহ্্্মুদুন্নবী মিঠুন, পরিকল্পনা সহকারী নুসরাত জাহান তিনু ও শাহাজাহান বাদশাহ্্ শুভ, অনুষ্ঠান সমন্বয়ক শাহনেওয়াজ পাভেল, হিমেল আহমেদ ও সিদ্দিক জামাল, অনুষ্ঠান প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, অনুষ্ঠান নির্বাহী মালেক খান, নূর-ই আলম সুমন, সালমান রিজভী, ইমরান প্রমুখ।
×