ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। এ দেশের মানুষের মুক্তির দিশা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৫ বছরের জীবদ্দশায় ১৪ বছর জেলে কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুক্রবার সকালে বাঘার গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার উদ্বোধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশ রক্ষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের কথা আমারা কোনদিন ভুলবো না। ভুলবো না শহীদ বুদ্ধিজীবীদের কথা। তারা সারাক্ষণ জাতির স্মরণে থাকবেন। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক হালিম মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার স্থপনে যারা সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শহীদ মিনার হলো আমাদের মহান ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। সভায় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, সহ-সভাপতি আজিজুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রভাষক ওয়াহেদ সাদিক কবির ও এলাকার সুধীজনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি শহীদ মিনার উদ্বোধন করেন।
×