ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্নের জয়, রিবেরির রেকর্ড

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৭

বেয়ার্নের জয়, রিবেরির রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। বুধবার জার্মান জায়ান্টরা ১-০ গোলে হারায় কোলনকে। আর এই ম্যাচেই বেয়ার্ন মিউনিখের হয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন ফ্রাঙ্ক রিবেরি। নন-জার্মান খেলোয়াড় হিসেবে বেয়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ফরাসী তারকা। ২০০৭ সালে বেয়ার্ন মিউনিখের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় রিবেরির। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সাতবার জার্মান বুন্দেসলিগা এবং একবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতেন তিনি। বুধবার বেয়ার্ন মিউনিখের হয়ে ৩৬৬তম ম্যাচ খেলতে নামেন রিবেরি। নন-জার্মান হিসেবে বেয়ার্নের হয়ে ৩৬৫ ম্যাচ খেলা হাসান সালিহামিদিককে ছাড়িয়ে যান এই ফরাসী উইঙ্গার। আর রিবেরির রেকর্ডের দিনে কোলোনকে হারিয়ে লীগে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল বেয়ার্ন। এই জয়ের ফলে ঘরের মাঠ এ্যালিয়াঞ্জ এ্যারেনায় চলতি বছর অপরাজিত রইল বায়ার্ন। ১৬ ম্যাচে ১৩ জয়ের বিপরীতে তিনটি ড্র করে বর্তমান চ্যাম্পিয়নরা।
×