ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন লেনদেন শেষে ডিএসইতে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে বড় মূলধনী কিছু কোম্পানির দরবাড়ার কারণে সূচকের বড় পতন ঘটেনি। কিন্তু কোনভাবেই টানা পতন থেকে বের হতে পারেনি বাজার। ব্যাংক খাতের দর কমলেও দিনটিতে জ্বালানি এবং শক্তি খাতের শেয়ারগুলোর দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান বা ডিএসই এক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭০ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: গ্রামীণফোন, ডরিন পাওয়ার, বারাকা পাওয়ার, ডিবিএইচ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, লিগ্যাসি ফুটওয়ার, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো: আইসিবি ২য় এনআরবি, ডরিন পাওয়ার, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, প্রাইম টেক্সটাইল, শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন ফুড, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও পূবালী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো: শ্যামপুর সুগার, ঝিল বাংলা সুগার, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন কেবল, উসমানিয়া গ্লাস, ফ্যামিলি টেক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরামিট সিমেন্ট, সিভিএম মিউচুয়াল ফান্ড ও রংপুর ফাউন্ড্রি। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২?২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৮৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
×