ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাঠাভ্যাস শীর্ষক সভা

প্রকাশিত: ০৪:২৭, ১১ ডিসেম্বর ২০১৭

পাঠাভ্যাস শীর্ষক সভা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ গ্রন্থাগারভিত্তিক শিক্ষা ব্যবস্থা সর্বত্র ছড়িয়ে দিয়ে এর সুফলসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের ওপর কিশোরগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারী গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ইয়াসমিন আহমেদ। জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইনজীবী নাসিরউদ্দীন ফারুকী, আশরাফুল আলম, স্বপন কুমার বর্মণ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, অধ্যক্ষ গোলসান আরা বেগম, ফিরোজ উদ্দীন ভূঞা প্রমুখ। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরের দলদলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ্যাকশন এইড ও ইউএনএফপিএ এর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন উদ্যোগে রবিবার সকালে কম্বল বিতরণ করা হয় শীতার্তদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, এ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আজাদুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশন উলিপুর অফিসের প্রকল্প ব্যবস্থাপক অমল কুমার প্রামাণিক, প্রমুখ। সংস্থাটি ১২ শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
×