ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বুধবার হেগের আদালতে শুনানি

উগ্র সার্ব কমান্ডার সেসেলির দায়মুক্তি বাতিলের আবেদন

প্রকাশিত: ০৪:০৬, ১১ ডিসেম্বর ২০১৭

উগ্র সার্ব কমান্ডার সেসেলির দায়মুক্তি বাতিলের আবেদন

জাতিসংঘের প্রসিকিউটররা বুধবার উগ্র সার্ব জাতীয়তাবাদী ভোইসভ সেসেলির দায়মুক্তি বাতিলের জন্য আবেদন করবেন। বলকান যুদ্ধ চলাকালে তিনি কোন অপরাধ সংঘটন করেননি, এমন কারণ দেখিয়ে গত বছর তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। এএফপি। জাতিসংঘের পাঁচ সদস্যের মেকানিজম ফর ইন্টারন্যাশনাল ট্রাইবুনালে (এমআইসিটি) এই শুনানি অনুষ্ঠিত হবে। এতে সেসেলিজ উপস্থিত থাকবেন না। তিনি বেলগ্রেড থেকে হেগে যেতে অস্বীকার করেছেন। এতে প্রসিকিউটররা তাদের মৌখিক যুক্তিতর্ক তুলে ধরবেন। গত মাসের ২৯ তারিখ হেগের আদালতে বিচার চলাকালে বসনীয় ক্রোয়াট মিলিটারি কমান্ডার স্লোবোদান প্রালজাক আত্মহত্যা করার পর এটি হবে ওই আদালতে প্রথম শুনানি। সাবেক যুগোস্লাভিয়ায় ১৯৯০ এর দশকের গোড়ার দিকে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর দ্য ফরমার ইয়োগোস্লাভিয়া (আইসিটিওয়াই) গঠিত হয়েছে। প্রালজাক আদালত কক্ষে সায়ানাইড পান করে আত্মহত্যা করেন। তার ২০ বছর কারাদ- বহাল থাকছে এটি নিশ্চিত হওয়ার পর তিনি ওই বিষ পান করে আত্মহত্যা করেন। এমআইসিটিতে ডাচ প্রসিকিউটররা এখন সেসেলিজের মামলাটি তদন্ত করছেন। হেগের যে ভবনে আইসিটিওয়াই অবস্থিত সেই একই ভবনে এমআইসিটিও স্থাপন করা হয়েছে। আইসিটিওয়াইতেই মামলার চূড়ান্ত আপীল নিষ্পত্তি হয়ে থাকে। বলকান যুদ্ধে ভূমিকার জন্য ৬৩ বছর বয়সী সেলেলিজের বিরুদ্ধে আনা ৯ কাউন্টের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ আইসিটিওয়াইতে প্রমাণিত হয়নি।
×