ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জেতার জন্যই নামবে কুমিল্লা ॥ কোচ সালাউদ্দিন

আন্ডারডগ হিসেবে খেলব ॥ সুজন

প্রকাশিত: ০৬:২৪, ৮ ডিসেম্বর ২০১৭

আন্ডারডগ হিসেবে খেলব ॥ সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ লীগপর্বে দুই ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছে ঢাকা ডায়নামাইটস। তৃতীয়বারের মতো দুটি দল এবার মুখোমুখি হবে ফাইনালে ওঠার ম্যাচে। আজ সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের প্রথম কোয়ালিফায়ার খেলবে দল দুটি। জয়ী দল উঠবে ফাইনালে আর পরাজিতরা দ্বিতীয় সুযোগ পাবে আরেকটি কোয়ালিফায়ার খেলে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য। কিন্তু আগের দুই ম্যাচে হারের বিষয়টি নিয়ে ভাবছেন না গত আসরের চ্যাম্পিয়ন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন শুধু আজকের ম্যাচই নয়, শিরোপা জেতার সব সামর্থ্যই আছে তার দলের। তবে আজ আন্ডারডগ হিসেবেই খেলতে নামবেন বলে জানিয়েছেন তিনি। অপরদিকে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন অলআউট খেলার পরিকল্পনা নিয়েই নামবেন সেটা পরিষ্কার হয়েছে তার বক্তব্যে। কারণ তিনি জানিয়েছেন আরেকটি ম্যাচ হারলেই বিদায় নিতে হবে এমন চিন্তা করেই আজ জেতার জন্যই মাঠে নামবে কুমিল্লা। অনেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটিকে সেমিফাইনাল হিসেবেও বিবেচনা করে থাকেন। কারণ বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠে যায়। লীগপর্বের শীর্ষ দুটি দল এই ম্যাচে খেলে। এবার গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা লীগপর্বে দুই নম্বর স্থান দখল করে কোয়ালিফায়ারে পা রেখেছে। আর সেরা দল হিসেবে উঠে এসেছে কুমিল্লা। দুই ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পর কুমিল্লা ভারমুক্ত হয়ে শেষ দুটি লীগ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ পেয়েছে। তবে দলের কোচ সালাউদ্দিন এ বিষয়ে বলেন, ‘আসলে বিশ্রাম দেয়া হয়েছে বলেই যে জেতার জন্য খেলিনি এমন নয়। বিশ্রাম দেয়ার সুযোগ ছিল বলেই দেয়া হয়েছে, কারণ চারদিনে আমরা তিন ম্যাচ খেলেছি।’ এবার কোয়ালিফায়ারের ম্যাচটিও ভারমুক্ত হয়ে খেলার সুযোগ রয়েছে কুমিল্লার। কারণ হারলেও আরেকটি সুযোগ পাবে তারা ফাইনালে ওঠার জন্য। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমাদের আরেকটা ম্যাচ আছে। আমি চিন্তা করছি যে আমাদের আর একটাই ম্যাচ আছে। ওটা আমরা কিভাবে ভালভাবে খেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমরা যদি কাউকে বিশ্রাম দিয়ে থাকি সেদিনও আমাদের জেতার পূর্ণ ইচ্ছা ছিল। এই ধরনের টুর্নামেন্টে যে কোন সময় ছন্দ হারালে হয়তো হিতে বিপরীত হতে পারে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা তাই ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’ এ কারণে লীগপর্বে যেভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে সেভাবেই পরিকল্পনা নিয়েছেন কোচ সালাউদ্দিন। এ বিষয়ে ম্যাচটি নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তিনি, ‘আমরা আগে যে পরিকল্পনা করেছি, সেই একই মন-মানসিকতা নিয়ে যাচ্ছি। আমরা প্রতিটা ম্যাচ খেলে ওইভাবে যে একটা ম্যাচ হেরে গেলেই আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব। এই মন-মানসিকতায় থাকতে পারলে আমাদের জন্য ভাল। এভাবে পরিকল্পনা করেই আমরা এগোব।’ চলতি আসরে মিরপুরের উইকেট নিয়ে বেশ বিতর্ক হয়েছে। বৈচিত্র্যময় এই উইকেট নিয়ে অনেক ক্রিকেটারই বিরূপ মন্তব্য করেছেন। অনেকে আম্পায়ারিং নিয়েও করেছেন অভিযোগ। এ বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন বলেন, ‘এরচেয়ে ভাল উইকেট অবশ্যই আশাকরি। এই ধরনের উইকেটে রান করাটা অনেক কঠিন। উইকেটটা আশাকরি ভাল হবে। কিছু জিনিস আছে না আমাদের নিয়ন্ত্রণ করার কিছু নাই। এখন আম্পায়ারিং কেমন করবে, উইকেট কেমন হবে এটা নিয়ে চিন্তা করে আমাদের খেলা খারাপ করার কোন দরকার নাই। আমরা আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে ভাল আম্পায়াররা আম্পায়ারিং করবে।’ ঢাকার এবার প্রতিশোধ নেয়ার মিশন। আর মোক্ষম সময়ে আগের দুই সাক্ষাতে পরাজয়ের প্রতিশোধ নিতে পারলে ফাইনালে ওঠার সুযোগ গত আসরের চ্যাম্পিয়নদের। এ বিষয়ে কোচ সুজন বলেন, ‘টসটা আসলে মাথায়ই নাই। গেমপ্লে বেশি জরুরী। আপনার প্রতিপক্ষ কে, কতটা বুঝতে পারছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে ব্যাটিং, পরে ব্যাটিং ওটা না, ছন্দটা গুরুত্বপূর্ণ। শুরুটা যদি ভাল না হয়, কারণ এখানে শুরুটা গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় বিশ্বাস করি আমরা খুবই সামর্থ্যবান এই টুর্নামেন্ট জিততে।’ অবশ্য আজকের ম্যাচে আন্ডারডগ হিসেবেই খেলতে চান সুজন। কারণ প্রতিপক্ষ কুমিল্লা আগের দুই ম্যাচেই জিতেছে। এ বিষয়ে সুজন বলেন, ‘আমরা আন্ডারডগ হিসেবে খেলব। কুমিল্লা আমাদের সঙ্গে দুইটাই জিতেছে। দারুণ খেলছে। আমরাও ভাল খেলছি, তবে আমাদের ধারাবাহিকতার একটু অভাব ছিল। যদিও দুই ভেন্যুতে আমরা দু ’শ রানের ওপরে করেছি, আবার কিছু ম্যাচে দেড় ’শ রানের কম করেছি। তো ওই জায়গায় একটু ধারাবাহিকতার অভাব ছিল। কাল (আজ) খুবই গুরুত্বপূর্ণ খেলা, টাইট খেলা, দারুণ খেলা হবে আশাকরি। প্রতিপক্ষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেবল নিজেদেরটাই করতে পারবেন। যখন টপঅর্ডার পারফর্ম করে তখন বেশি কিছু লাগে না। টপঅর্ডারে রান পেলে আমার মনে হয় আমরা বড় স্কোর দিতে পারব।’
×