ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন কিছু উপহার দিতে চান কন্টা

প্রকাশিত: ০৬:২৩, ৮ ডিসেম্বর ২০১৭

নতুন কিছু উপহার দিতে চান কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন ধরেই আলোচনা চলছিল। নিশ্চিত করলেন বুধবার। মারিয়া শারাপোভার সাবেক কোচ মাইকেল জয়েসকে নিয়োগ দিলেন জোহানা কন্টা। গ্রেট ব্রিটেনের নাম্বার ওয়ান তারকা নতুন করে জুটি বাঁধলেন ৪৪ বছর বয়সী আমেরিকান কোচ মাইকেল জয়েসের সঙ্গে। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কন্টা বলেন, ‘কোচ হিসেবে মাইকেল জয়েস সত্যিই চমৎকার। তার বংশ পরিচয়ও বেশ ভাল। আশাকরি, আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারব।’ খেলোয়াড় হিসেবে খুব বেশি বিখ্যাত নন জয়েস। তবে কোচ হিসেবে সাফল্যের পাল্লাটা ভারি। মারিয়া শারাপোভার সঙ্গে দীর্ঘ ছয় বছর কাটিয়েছেন তিনি। তার অধীনেই ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন শারাপোভা। পাঁচটি গ্র্যান্ডস্লামের মালিক শারাপোভা ছাড়াও বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন মাইকেল জয়েস। তবে শারাপোভা-আজারেঙ্কা উভয়ের ক্যারিয়ারই এখন গোধূলি বেলায়! একজন ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরলেও জ্বলে উঠতে পারছেন না। অন্যদিকে আজারেঙ্কা তো সন্তান নিয়ে পারিবারিক ঝামেলাই কাটিয়ে উঠতে পারছেন না। এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছেন জোহানা কন্টা। যদিওবা অক্টোবরের পর থেকে ইনজুরির কারণে আর কোর্টে নামা হয়নি তার। তবে নতুন মৌসুমে নতুন করে জ্বলে উঠতে চান কন্টা। মাইকেল জয়েসের সঙ্গে তার যাত্রা শুরু হবে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে। আগামী ৩১ ডিসেম্বর থেকে পর্দা উঠবে নতুন মৌসুমের প্রথম এই টুর্নামেন্টের।
×