ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০২, ৮ ডিসেম্বর ২০১৭

ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিডি থাই, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, সিএমসি কামাল, এএমসিএল (প্রাণ), ফাস ফাইন্যান্স, গোল্ডেন হার্ভেস্ট, ফু-ওয়াং ফুড ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিগ্যাসি ফুটওয়ার, সিডিএম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, রংপুর ফাউন্ড্রি, ফাইন ফুড, বারাকা পাওয়ার, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ ও শমরিতা হসপিটাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফু-ওয়াং ফুড, বিডি থাই, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, রূপালী ব্যাংক, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক ও মেঘনা লাইফ।
×