ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোনাস পরবর্তী ওয়েস্টার্ন মেরিনের দর কমেছে

প্রকাশিত: ০৬:২৩, ৭ ডিসেম্বর ২০১৭

বোনাস পরবর্তী ওয়েস্টার্ন মেরিনের দর কমেছে

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ কমেছে। যদিও বুধবার সাধারণ হিসেবে ওয়েস্টার্ন মেরিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ১১ দশমিক ৮০ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সর্বশেষ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ বোনাস। বুধবার ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। ১২ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৩৩ টাকা ৩০ পয়সা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩২ টাকা ৯০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে ওয়াটা কেমিক্যালের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২১ নবেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৮৯ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×