ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিমেন্ট খাতের ৮৬ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৬:২২, ৭ ডিসেম্বর ২০১৭

সিমেন্ট খাতের ৮৬ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। বুধবার দেশের উভয় শেয়ারবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমেন্ট খাতের ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিমেন্ট খাতে ৭টি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৬টির বা ৮৫.৭১ শতাংশের শেয়ার দর বেড়েছে। একটি বা ২৪.২৮ শতাংশের দর কমেছে। এ খাতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রিমিয়ার সিমেন্টের। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৫০ টাকা। কোম্পানিটির ১৫ লাখ ৮৭ হাজার ২৫৬টি শেয়ার ১ হাজার ৩৮১ বার হাত বদল হয়।
×