ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে তথ্য

অক্টোবরে মোবাইলে লেনদেন ৮৯১ কোটি টাকা

প্রকাশিত: ০৩:৪৭, ৬ ডিসেম্বর ২০১৭

অক্টোবরে মোবাইলে লেনদেন ৮৯১ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক লেনদেন ক্রমেই বাড়ছে। এক মাসের ব্যবধানে এই লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশেরও বেশি। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৯১ কোটি টাকা। ওই মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের বেতন-ভাতা পরিশোধের হার বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ। এদিকে সর্বশেষ হিসাব মতে, দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭৭ লাখ। জানা গেছে, দ্রুততম সময়ে এক স্থান হতে অন্য স্থানে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম মোবাইল ব্যাংকিং। বর্তমানে এ সেবা ব্যবহার করেই মানুষ তাদের পরিবার পরিজন ও নিকটাত্মীয়ের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক লেনদেন ক্রমেই বাড়ছে। এক মাসের ব্যবধানে এই লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশেরও বেশি। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৯১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত অক্টোবর শেষে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭৭ লাখ। এক মাসের ব্যবধানে সক্রিয় হিসাবের সংখ্যা ৬ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ কোটি ৭৯ লাখ। গত সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় খোলা হিসাবের মধ্যে সক্রিয় হিসাব ছিল ৩ কোটি। প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাস শেষে ব্যাংকগুলোর মনোনীত এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৮৯২ জন। সেপ্টেম্বর মাস পর্যন্ত এজেন্টর সংখ্যা ছিল ৭ লাখ ৭৩ হাজার ২৮৩ জন। ফলে এক মাসে এজেন্ট বেড়েছে শূন্য দশমিক ২১ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন ট্রানজেকশন হয়েছে ১১ হাজার ৭২২ কোটি ২১ লাখ টাকা। এ সময়ে ক্যাশ আউট ট্রানজেকশন হয়েছে ১০ হাজার ৫৮৮ কোটি ৩৩ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে ট্রানজেকশন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৩৩ লাখ টাকা। মোবাইল ব্যাংকিং সেবায় সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়েছেন ৭ দশমিক ১ শতাংশ বা ৬ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পরিশোধের হার বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ। অক্টোবর মাসে এই মাধ্যমে বেতন পরিশোধ করা হয়েছে ৩৮২ কোটি ৫৫ লাখ টাকা।
×