ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:১৭, ১ ডিসেম্বর ২০১৭

আইনী পরামর্শ

প্রশ্ন : বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। এসএসসিতে ভাল রেজাল্ট করেছি এবং অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছি। আমাদের বাড়ি থেকে অল্প দূরত্বে বাজার পেরিয়ে কলেজে যেতে হয়। যাওয়ার পথে তিনটি ছেলে প্রায়ই আমাকে ইশারা ইঙ্গিত করে বাজে কথা বলে। তাদের মধ্যে একজন এলাকার প্রভাবশালী ব্যক্তির আত্মীয়। আমি তাদের কথায় কোন পাত্তা না দিয়েই অতটুকু পথ দ্রুত হেঁটে যাই। কিন্তু তাদের এহেন কথা যেন দিন দিন বেড়েই চলেছে। ব্যাপারটা বাসায় জানাতেই মা-বাবা ভয় পেয়ে যান। যেহেতু এলাকার প্রভাবশালী ব্যক্তির আত্মীয় জড়িত, তাই বড় ক্ষতির ভয়ে ওদের কিছুই বলেননি। এরপর বাবা আমাকে কয়েকদিন কলেজে নিয়ে যান। কিন্তু অফিসের ব্যস্ততার কারণে বাবার পক্ষে রোজ তা সম্ভব হয় না। তাই অবস্থা আগের মতোই হয়ে যায়। আমার খালাত ভাই আমাদের বাসায় বেড়াতে এলে আমাকে দু’দিন কলেজে পৌঁছে দেয়। তারা ভাইকে নিয়েও বাজে কথা বলে। পরে, আবার একা পেয়ে আবারও তাদের একই আচরণ, এখন আমার কলেজে যাওয়াটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বিষয়টি আমাকে ভীষণ রকম মানসিক কষ্ট দিচ্ছে। বাড়িতে নতুন সিদ্ধান্ত, মামাবাড়ি থেকে পড়ার। আমি পড়তে চাই। বাবা-মার কাছে থেকেই পড়ালেখা চালিয়ে যেতে চাই। আমি এখন কি করব? আমার মুক্তির পথ কি? জানাবেন কি? জানালে উপকৃত হব। নাম প্রকাশে অনিচ্ছুক, খুলনা উত্তর : তোমার সাহসিকতার প্রশংসা করছি, তুমি যে সাহস করে সমাধানের পথ খুঁজছ এটাই তোমার জীবনকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তোমার প্রতি ছেলেগুলো যে আচরণ করছে এটা ইভটিজিংয়ের পর্যায় পড়ে। যদিও তুমি উল্লেখ কর নাই তারা তোমাকে কি কথা বলে। তোমার বাবা মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশী ব্যবস্থায় বিষয়টি সমাধানের চেষ্টা করতে পারেন। সে পথে সমাধান না হলে তুমি বিচার বিভাগের সহায়তা নিতে পার। সেক্ষেত্রে তোমাকে একজন আইনজীবীর মাধ্যমে তোমার স্থানীয় থানায় এজাহার দায়ের করতে পার। থানা ব্যবস্থা না নিলে আইনজীবীদের মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৩ এর অধীনে নালিশী মামলা ঞযব ঢ়বহধষ পড়ফব-১৮৬০ এর ধারা ৫০৯ অনুসারে মামলা দায়ের করতে পার। ধারা ৫০৯ হচ্ছে যে ব্যক্তি কোন নারীর শালীনতা অমর্যাদা করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করে বা কোন বস্তু প্রদর্শন করে যে, উক্ত নারী অনুরূপ মন্তব্য শুনতে পায় বা অনুরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায় কিংবা উক্ত নারীর নির্জন বাসে অনধিকার প্রবেশ করে। এটা আমলের ক্ষমার অযোগ্য অপরাধ। এটা যে কোন বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারযোগ্য এবং বিচারকের অনুমতি সাপেক্ষে আপোসযোগ্য। ধারা ৫০৯ অনুসারে দোষী সাব্যস্ত হলে আসামি এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তোমার পড়ালেখা দ্বিধাহীন হোক এই কামনা করি।
×