ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ

প্রকাশিত: ০৫:৫৯, ১ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পর্দা নামলো। ২০১৭ এবং কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টের সমাপনী দিনে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গত আসরের মতো এই আসরেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্টের মোট ৩০ পদকের প্রায় অর্ধেক এবং মোট স্বর্ণের প্রায় সবগুলোই জিতে নিয়েছে তারা। তাদের প্রাপ্তি ৮ স্বর্ণ, ৪ রৌপ্য এবং ২ তাম্রপদক। দ্বিতীয় হয়েছে ভারত (২-৩-১)। তৃতীয় হয়েছে জাপান (২টি রৌপ্যপদক)। শেষদিনে রিকার্ভ পুরুষ দলগতভাবে দক্ষিণ কোরিয়া ৫-১ সেটে ভারতকে হারিয়ে স্বর্ণ, মালয়েশিয়া ৫-৩ সেটে চীনকে হারিয়ে তাম্র, মহিলা দলগতভাবে দ. কোরিয়া ৬-২ সেট পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে স্বর্ণ, চীন ৬-০ সেটে ভারতকে হারিয়ে তাম্র, কম্পাউন্ড পুরুষ দলগতভাবে দ. কোরিয়া ২৩৪-২৩২ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ, চাইনিজ তাইপে ২৩২-২৩০ পয়েন্টে ইরানকে হারিয়ে তাম্র, মহিলা দলগতভাবে ভারত ২৩০-২২৭ পয়েন্টে দ. কোরিয়াকে হারিয়ে স্বর্ণ, ইরান ২২৯-২১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে তাম্রপদক লাভ করে। আগামী ২০১৮ সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিতব্য সামার ইয়ুথ অলিম্পিক গেমস উপলক্ষে কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টে রিকার্ভ ছেলেদের মধ্যে ভারতের আকাশ ৬-৪ সেটে একই দেশের বোম্মদেভারা ধিরাজকে হারিয়ে স্বর্ণ, থাইল্যান্ডের সোইথং এইতথিওয়াত ৬-৫ সেটে ভারতের সুরজ সিংকে হারিয়ে তাম্র, মেয়েদের মধ্যে কোরিয়ার কং জিন ওয়া ৬-৫ সেটে ইরানের রহমানি সগ্যান্ডকে হারিয়ে স্বর্ণ, ভারতের হিমানী ৭-১ সেটে মঙ্গোলিয়ার বাদামজুনাই বায়াসগালাকে হারিয়ে তাম্রপদক লাভ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়। চূড়ান্ত পদক তালিকা দেশ স্বর্ণ রৌপ্য তাম্র মোট দ. কোরিয়া ৮ ৪ ২ ১৪ ভারত ২ ৩ ১ ৬ জাপান ০ ২ ০ ২ চাইনিজ তাইপে ০ ১ ১ ২ চীন ০ ০ ২ ২ ভিয়েতনাম ০ ০ ১ ১ ইরান ০ ০ ১ ১ মালয়েশিয়া ০ ০ ১ ১ কাজাখস্তান ০ ০ ১ ১ # বাংলাদেশসহ বাকি ২৩ দেশ কোন পদক পায়নি।
×