ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রোয়েসকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্সেই’র চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি

নেইমার-কাভানির চমক চলছেই

প্রকাশিত: ০৫:৫৫, ১ ডিসেম্বর ২০১৭

নেইমার-কাভানির চমক চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েক বছর ধরেই ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গত মৌসুমেই নিষ্প্রভ হয়ে পড়ে প্যারিসের ক্লাবটি। তাদের টপকে লীগ ওয়ানের শিরোপা জেতে মোনাকো। শিরোপা পুনরুদ্ধারে নতুন মৌসুম শুরুর আগেই সবধরনের প্রস্তুতি সেরে ফেলে পিএসজি। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে দলে ভেড়ান নেইমারকে। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছাড়াও মোনাকো থেকে কিলিয়ান এমবাপেকে ধারে নিয়ে আসে ফরাসী ক্লাবটি। তাদের অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে পিএসজি। বিশেষ করে নেইমার ও এডিনসন কাভানি যেন নতুন মৌসুমের শুরু থেকেই উড়ছেন। তাদের দু’জনের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা থাকলেও মাঠের পারফর্মেন্সে কিন্তু প্রশংসনীয়! বুধবার ত্রোয়েসের বিপক্ষেও দেখল ফুটবল দুনিয়া। তাদের নৈপুণ্যেই পিএসজি এদিন ২-০ গোলে হারায় তুলনামূলক খর্বশক্তির দল ত্রোয়েসকে। দারুণ এক গোল করে দ্বিতীয়ার্ধে দলকে প্রথম এগিয়ে দেন নেইমার। পরবর্তীতে এডিনসন কাভানিকে দিয়ে একটি গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্যারিসের ক্লাবটি এখন ১০ পয়েন্ট এগিয়ে। তবে প্রথমার্ধটা কিন্তু শেষ হয় গোলশূন্য ড্রয়ে। বলের নিয়ন্ত্রণে অনেক এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু আক্রমণে উঠে খুব একটা সুবিধা করতে পারছিল না উনাই এমেরির শিষ্যরা। পিএসজির আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া দুইবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু পিএসজির এই তারকা ফরোয়ার্ডের একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। আরেকটি দারুণ কৌশলগত দক্ষতায় রুখে দেন ত্রোয়েসের গোলরক্ষক মামাদু সামাসা। প্রথমার্ধের ৪১ মিনিটে আবারও গোলের সুযোগ পায় উনাই এমেরির দল। ডি বক্সে কাভানিকে জার্সি টেনে ফেলে দেয় প্রতিপক্ষের খেলোয়াড়রা। যে কারণেই পেনাল্টি পায় স্বাগতিকরা। যে পেনাল্টি নিয়েই প্যারিসের ক্লাবটির সেরা দুই তারকা নেইমার-কাভানির মধ্যে তৈরি হয় বিভেদ! কোচের সিদ্ধান্ত মোতাবেক শেষ দুটি পেনাল্টি নিয়েছিলেন নেইমার। নিয়ম অনুযায়ী পালা এবার কাভানির। কিন্তু দুর্ভাগ্য উরুগুইয়ান স্ট্রাইকারের। চলতি মৌসুমের শুরু থেকেই গোল করাটাকে নিয়মিত স্বভাবে পরিণত করে ফেলেছেন কাভানি। অথচ এদিন সেই কাভানির পেনাল্টিই রুখে দেন ত্রোয়েসের প্রতিভাবান গোলরক্ষক সামাসা। এর ফলে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই বিরতিতে যেতে হয় স্বাগতিক সমর্থকদের। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে পিএসজি। ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট তখন নেইমারের দুর্দান্ত ফ্রি-কিক সেভ করে আবারও নায়ক বনে যান গোলরক্ষক সামাসা। কিন্তু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে রুখতে পারেনি। ম্যাচের ৭৩ মিনিটেই দারুণ এক গোলে পিএসজিকে এগিয়ে দেন তিনি। সেইসঙ্গে প্রমাণ করেন তিনি কেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগে কাভানিকে দিয়ে আরও একটি গোল করাতেও ভূমিকা রাখেন সাবেক বার্সিলোনা এবং সান্তোস ফরোয়ার্ড। নেইমারের নিচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি। এর ফলে এই মৌসুমে ফ্রেঞ্চ লীগে উরুগুইয়ান স্ট্রাইকারের গোল সংখ্যা দাঁড়ালো ১৭। ত্রোয়েসের বিপক্ষে জয়ের ফলে ১৫ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহে ৪১ পয়েন্ট। শীর্ষস্থানটা আরও সুদৃঢ় হলো। তাদের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। আর এই মুহূর্তেই পয়েন্ট ব্যবধানটা ১০ হয়ে যাওয়ার কারণে শিরোপা পুনরুদ্ধারে পিএসজি যে অনেক দূর এগিয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় পিএসজি। তবে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নেইমার বুঝিয়ে দিচ্ছেন তিনি কেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।
×