ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর কাছে হেরে চিটাগংয়ের বিদায়

প্রকাশিত: ০৫:১০, ৩০ নভেম্বর ২০১৭

রাজশাহীর কাছে হেরে চিটাগংয়ের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে সবার আগে বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস। দলটি বুধবার ৩৩ রানে রাজশাহী কিংসের কাছে হেরেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে জয়টি পেয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো রাজশাহী। দুর্ভাগ্য চিটাগংয়ের। চট্টগ্রামপর্ব শেষ হতেই বিপিএলের এবারের আসরে চিটাগং ভাইকিংসের বিদায় নিশ্চিত হলো। ‘হোম ভেন্যুতে’ চার ম্যাচের তিনটিতেই হারলেন সৌম্য-এনামুলরা। পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে সিলেট সিক্সার্সকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে রাজশাহী। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮ (৪ জয় ও ৬ হার)। সমান ম্যাচে নাসির-সাব্বিরের সিলেটের পুঁজি ৭। ১০ ম্যাচের সাতটিতেই হারলো চিটাগং। রাজশাহীর দেয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হারে চিটাগং। ৪ বল বাকি থাকতে ১২৪ রানে গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ২৭ রান করেন স্টিয়ান ভ্যান জিল। অধিনায়ক লুক রনকি ৮, সৌম্য সরকার ১৩, আনামুল হক বিজয় ২৩, সিকান্দার রাজা ১৭, তানভীর হায়দার ১৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে দুর্দান্ত খেলেন কাজী অনিক। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ৩.২ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। চার ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে রাজশাহী। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে আউট হন দলপতি ড্যারেন সামি। ৩০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন জেমস ফ্রাঙ্কলিন। দুই ওপেনার মুমিনুল হক ৭ ও ল্কু রাইট ২৫ রানে বিদায় নেন। জাকির হাসান ১১ বল খেলে ১৭ রান করেন। মুশফিকুর রহীমের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১। শেষ ওভারে সামি ও ফ্রাঙ্কলিনকে ফিরিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লুইস রিসি। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও নাঈম ইসলাম। রাউন্ড রবিন পর্বে প্রত্যেকে ১২টি করে ম্যাচ খেলবে। সাত দলের শীর্ষ চারটি টিম যাবে পরের রাউন্ডে। সবার আগে শেষ চার নিশ্চিত করেছে শীর্ষস্থানধারী মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স (১০ ম্যাচে ১৩)। ১ পয়েন্ট পিছিয়ে ৮ ম্যাচ খেলা তামিমের কুমিল্লাা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইটস। রাজশাহী শেষ চারের আশা জিইয়ে রাখলেও চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মুশফিকুর রহীম। চিটাগং ভাইকিংসের বিপক্ষে বিপিএলের ৩৩তম ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন রাজশাহী কিংসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। চিটাগং ইনিংসে মোহাম্মদ সামির করা প্রথম ওভারের তৃতীয় বল ধরতে গিয়ে চোট পান তিনি। চোট পাওয়ার পর সাময়িক সেবা নিয়ে কিছুক্ষণ অবশ্য মাঠেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা মুশফিক। কিন্তু অল্প সময় পরই জাকির হাসানকে গ্লাভস-প্যাড দিয়ে চলে যান মাঠের বাইরে। তবে মুশফিকের চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। এবারের আসরে মাঠের পারফর্মেন্সটা মোটেই ভাল যাচ্ছে না মুশফিকের। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২১.২৫ গড়ে করেছেন ১৭০ রান। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র একবার। তবে চিটাগংয়ের বিপক্ষে এ ম্যাচে রাজশাহী ৩৩ রানে জয় তুলে নেয়। স্কোর ॥ রাজশাহী-চিটাগং ম্যাচÑ চট্টগ্রাম রাজশাহী কিংস ইনিংস ॥ ১৫৭/৬; ২০ ওভার (মুমিনুল ৭, রাইট ২৫, জাকির ১৭, মুশফিক ৩১, ফ্রাঙ্কলিন ৩০, সামি ৪০, মীর ২*, মিরাজ ০*; রাজা ০/৩, তাসকিন ১/৩৬, এমরিট ০/২৭, রিস ৩/৩৩, সানজামুল ০/২৬, তানবীর ০/৯, নাঈম ১/৯, সৌম্য ০/১৩)। চিটাগং ভাইকিংস ইনিংস ॥ ১২৪/১০; ১৯.২ ওভার (রনকি ৮, সৌম্য ১৩, এনামুল ২৩, ফন সিল ২৭, রাজা ১৭, রিস ৩, তানভীর ১৩, এমরিট ১, সানজামুল ১. নাঈম ২*, তাসকিন ১; সামি ১/২৯, মুস্তাফিজ ২/১৮, মিরাজ ০/৩৩, মীর ১/১৫, অনিক ৪/১৭, ফ্রাঙ্কলিন ০/১০)। ফল ॥ রাজশাহী ৩৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ড্যারেন সামি (রাজশাহী কিংস)।
×