ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘কুইন অব সাউথ এশিয়া’ বাছাইপর্ব শুরু হচ্ছে ডিসেম্বরে

প্রকাশিত: ০৫:১০, ২৮ নভেম্বর ২০১৭

‘কুইন অব সাউথ এশিয়া’ বাছাইপর্ব শুরু হচ্ছে ডিসেম্বরে

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার সুন্দরীদের নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’। প্রথমবারের মতো ঢাকায় এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এটিএন ইভিন্টেস ও ফাব কমিউনিকেশন। এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপালের সুন্দরীরা। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ও এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে মাহফুজুর রহমান বলেন, এখনও আমাদের অভিনয় শিল্পী সঙ্কট কাটেনি। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা কয়েকজন ভাল অভিনয় শিল্পী খুঁজে পাওয়ার আশা রাখি। পাঁচ দেশের সুন্দরীদের মধ্য থেকে বিজয়ীদের বিশেষ গ্রুমিয়ের মাধ্যমে আমরা গড়ে তুলব। যারা আগামীতে নিজ নিজ দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। সংবাদ সম্মেলনে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয় প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম কানুন। প্রতিবেদনটি দেখান অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর নন্দিতা হৃদি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনর নেপালের আর সি কৈরালা, ভারতের দ্বিপান্নিতা দাস, শ্রীলঙ্কার রেক্স ফারনান্দো, পাকিস্তানের ইসরাত ফাতিমা, প্রতিযোগিতার চিফ কো-অর্ডিনেটর সাজেদুর রহমান মুনিম, চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ। প্রতিযোগিতার হেড অব মিডিয়া কমিউনিকেশনের দায়িত্ব পালন করছেন আফরিদ হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বর মাসেই অংশগ্রহণকারী দেশগুলোতে শুরু হবে ‘কুইন অব সাউথ এশিয়া’র প্রাথমিক বাছাই পর্ব। নেপালে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল পর্ব। প্রতিটি দেশের নির্বাচিত প্রথম আট প্রতিযোগী নেপালে গ্রান্ড ফিনালেতে অংশগ্রহণ করবেন। ২০১৮ সালের ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৫ দেশের মোট ৪০ জন প্রতিযোগী থেকে নির্বাচিত হবে ‘কুইন অব সাউথ এশিয়া’। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগিদের প্রাথমিক যোগ্যতা হচ্ছে- তাদের অবশ্যই বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক হতে হবে। বয়স ১৬ থেকে ২৮ এর মধ্যে হতে হবে। উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ২ ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি বা ও লেভেল থাকতে হবে।
×