ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ঢাকা-চিটাগং ও খুলনা-রাজশাহী লড়াই

আবারও শীর্ষে ওঠার সুযোগ ঢাকা ডায়নামাইটসের

প্রকাশিত: ০৫:২৭, ২৭ নভেম্বর ২০১৭

আবারও শীর্ষে ওঠার সুযোগ ঢাকা ডায়নামাইটসের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসর জমে উঠেছে। সেরা চারে কোন্ চার দল উঠবে তা এখনও ধোঁয়াশাতেই আছে। শেষ মুহূর্তে অনেক চমক দেখা যেতে পারে। তবে আজ যে ঢাকা ডায়নামাইটসের ম্যাচ রয়েছে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলবে। ম্যাচটিতে জিতলেই ঢাকার সামনে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। এ জন্য দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে হারতে হবে খুলনা টাইটান্সকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ও চিটাগং ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস মুখোমুখি হবে। ঢাকা জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার জন্য খুলনা ও রাজশাহী ম্যাচের দিকেই ঢাকাকে তাকিয়ে থাকতে হবে। খুলনা যে এখন পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। খুলনা যদি হারে আর ঢাকা যদি জিতে তাহলে দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। তখন রানরেটে ঢাকা এগিয়ে থেকে আবারও শীর্ষস্থানটি দখল করে নেবে। চট্টগ্রামপর্বে রবিবার একদিনের খেলায় বিরতি ছিল। আজ থেকে টানা তিনদিন চলবে খেলা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এখন পর্যন্ত খুলনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে ৭ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর তৃতীয় স্থানে আছে ঢাকা। দলটি ৮ ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স (৮ ম্যাচে ৮ পয়েন্ট)। পঞ্চম স্থানে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সিলেট সিক্সার্স, ষষ্ঠ স্থানে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংস ও সাতদলের মধ্যে সপ্তম স্থানে আছে ৮ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া চিটাগং ভাইকিংস। পয়েন্ট তালিকার তলানিতে এখন আছে চিটাগং। কিন্তু এখনও দলটির শেষ চারে খেলার স্বপ্ন ফুরিয়ে যায়নি। যদিও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে খেলাটি টি২০। যে কোন কিছুই যে কোন সময় ঘটতে পারে। তাই চিটাগং যে হাতে থাকা ৪ ম্যাচে টানা জিতবে না তা বলা মুশকিল। যদি আজ চিটাগং হারিয়ে দেয় ঢাকাকে তাহলে পঞ্চম স্থানেই উঠে যাওয়ার সুযোগ থাকবে। তখন ঢাকা শীর্ষস্থানে আর উঠতে পারবে না। নিচ থেকে চিটাগংয়ের পরেই আছে রাজশাহী। এই দলটি এখনও সেরা চারে খেলার সম্ভাবনায় আছে। আজ যদি খুলনাকে হারিয়ে দিতে পারে তাহলে পয়েন্ট তালিকায় চার নম্বরেই উঠে যেতে পারে। এমনই অবস্থা এখন লীগে চলছে। যে দল জিতবে তারাই পয়েন্ট তালিকায় মজবুত ভীত গড়তে থাকবে। যারা হারবে তারাই পিছিয়ে পড়তে থাকবে। সিলেটই যেমন আছে বিপাকে। যদি হার হয় তাহলে শেষ চারে খেলার সম্ভাবনা হারাতে থাকবে। আর জয় পেতে থাকলে সেই সম্ভাবনা আরও জোরালো হবে। তবে সুবিধাজনক অবস্থানে আছে বাকি চারটি দল। লীগে এখন যে অবস্থা তাতে খুলনা, কুমিল্লা, ঢাকা ও রংপুর আছে ভাল অবস্থানে। এই দলগুলো এখন যদি হারের গোলকধাঁধায় পড়ে যায় তাহলেই শেষ চারে খেলা থেকে দূর হয়ে যাবে। না হলে শেষ চারে খেলার সম্ভাবনায় থাকবে। যদি হার-জিতের মধ্যেও এই দলগুলো থাকে তাহলেও শেষ চারে খেলার সম্ভাবনা জোরালোই থাকবে। আজ যদি খুলনা জিতে যায় তাহলে তো শীর্ষস্থান আরও মজবুত করে নেবে। এ মুহূর্তে লীগের ২৮ ম্যাচ শেষ হয়ে গেছে। ফাইনালসহ মোট ৪৬ ম্যাচের মধ্যে আরও ১৮ ম্যাচ বাকি আছে। এর মধ্যে চট্টগ্রামে বাকি আছে লীগপর্বের আরও ৬টি ম্যাচ। এরপর ২ ডিসেম্বর থেকে লীগপর্বের বাকি খেলাগুলো ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে। একটি এলিমিনেটর ম্যাচ, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১২টি ম্যাচ সর্বশেষ ঢাকাতেই হবে। তবে চট্টগ্রামপর্ব শেষ হতেই হয়তো দলগুলোর অবস্থান বোঝা হয়ে যেতে পারে। আজ ঢাকা-চিটাগং ম্যাচে যদি ঢাকা জিতে তাহলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে। চিটাগংয়ের তখন পয়েন্ট তালিকায় অবস্থান আরও নাজুক হয়ে উঠবে। আর খুলনা-রাজশাহী ম্যাচে খুলনা জিতলে খুলনা শীর্ষেই থাকবে। ঢাকা জিতলে এবং খুলনা হারলে ঢাকা শীর্ষস্থানে উঠবে। ঢাকার সামনে আজ সেই সুযোগ আছে।
×