ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষ পাঁচ অপরিবর্তিত, চার ধাপ উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ নভেম্বর ২০১৭

শীর্ষ পাঁচ অপরিবর্তিত, চার ধাপ উন্নতি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে চারধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আগের ১৯৬তম স্থান থেকে ১৯২ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দেশ। মজার বিষয় হচ্ছে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি স্থানের কোন পরিবর্তন হয়নি। এক থেকে পাঁচ নম্বরে আছে যথাক্রমে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম। শীর্ষ পাঁচে পরিবর্তন না আসলেও সেরা দশে পরিবর্তন এসেছে। স্পেন দুইধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। অন্যদিকে সুইজারল্যান্ড তিনধাপ এগিয়ে আটে এসেছে। ব্রাজিল ও জার্মানির সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটিতে ড্র করা সত্ত্বেও তিনধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। পোল্যান্ড একধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। ফ্রান্সের অবনতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নেমে গেছে ৯ নম্বরে। চিলি একধাপ পিছিয়ে ১০ নম্বরে। বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে।
×