ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইতালি ফুটবল প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ০৫:৪৬, ২২ নভেম্বর ২০১৭

ইতালি ফুটবল প্রধানের পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালির ফুটবলে এখন ঝড় চলছে। ৬০ বছর পর আজ্জুরিরা বিশ্বকাপে খেলতে পারবে না। এর জেরে ইতোমধ্যে কোচকে বরখাস্ত করা হয়েছে। অবসর নিয়েছেন অধিনায়ক জিয়ানলুইজি বুফনসহ আরও কয়েকজন। এরই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) প্রেসিডেন্ট কার্লো টাভেসিও। সোমবার রোমে এফআইজিসির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই পদত্যাগের ঘোষণা দেন টাভেসিও। মূলত সংবাদ মাধ্যমের ওপর ত্যক্ত-বিরক্ত হয়ে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। বিশ্বকাপের টিকেট না পাওয়ার পর টাভেসিও’র কড়া সমালোচনা করতে থাকে দেশটির সংবাদ মাধ্যম। গত সপ্তাহে প্লে-অফের দ্বিতীয় লেগে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি। এরপর থেকেই চাপের মুখে ছিলেন টাভেসিও। চাপের মুখে তাই সরে দাঁড়াতে বাধ্য হলেন ৭৪ বছর বয়সী এই ফুটবল সংগঠক। এর আগে এফআইজিসি ব্যর্থতার জের ধরে কোচ জিয়ান পিয়েরো টেনতুরাকে বরখাস্ত করে। সেদিন টেলিভিশনে কান্নাভেজা কণ্ঠে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় ভেনটুরাকে দোষারোপ করেন টাভেসিও।
×