ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্যাক্স কার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানে গবর্নর

কর আদায়ে ৪৯ শতাংশ ব্যাংকিং খাতের অবদান

প্রকাশিত: ০৫:২১, ২২ নভেম্বর ২০১৭

কর আদায়ে ৪৯ শতাংশ ব্যাংকিং খাতের অবদান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উন্নয়নের অক্সিজেন খ্যাত কর আদায়ে ৪৯ শতাংশ ব্যাংকিং এবং ২৫ শতাংশ নন-ব্যাংকিং খাতে অবদান রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির। তিনি বলেন, ট্যাক্স কার্ড প্রাপ্তদের দেয়া সম্মাননা এনবিআর ও করদাতা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমবে এবং রাজস্ব বাড়াতে গতি আনবে বলে মন্তব্য করেছেন । মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার এলটিইউ’র সম্মেলন কক্ষে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ট্যাক্স কার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এলটিইউ’র আওতাধীন ব্যাংকিং, নন-ব্যাংকিং খাতে ২০১৬-১৭ করবর্ষে ট্যাক্স কার্ডপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রথমবারের মতো দেশের বড় করদাতাদের এমন সম্মাননা প্রদান করায় এলটিইউ’র ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ ব্যাংকের গবর্নর বলেন, ব্যাংকিং এবং নন-ব্যাংকিং খাতের ট্যাক্স কার্ডপ্রাপ্ত এমন প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাজস্ব প্রদানের জন্য বিরল এ সম্মাননা প্রদান করায় আমি খুবই আনন্দিত। ব্যাংকিং, নন-ব্যাংকিং খাতের জন্য এটি একটি বড় অর্জন। অর্থনেতিক উন্নয়নে এনবিআর-বাংলাদেশ ব্যাংক পার্টনারশিপ হিসেবে কাজ করছে। দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। আগামী বছর প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। আগামী অর্থবছর বাজেটের আকার হবে প্রায় ৪ লাখ কোটি টাকা। আমাদের অর্থনীতির আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন আর মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আমাদের রাজস্ব প্রয়োজন। দেশে ৫৭টি ব্যাংক, ৩২টি আর্থিক প্রতিষ্ঠানসহ ইন্স্যুরেন্স খাতকে রাজস্ব আহরণে আরও বেশি ভূমিকা রাখতে হবে। জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ অর্জন করতে সকলকে সহযোগিতা করতে হবে। কর আহরণে এনবিআরের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এলটিইউ এর এমন বিরল সম্মাননার ফলে এলটিইউ-বড় করদাতাদের মধ্যে দূরত্ব কমবে, রাজস্ব বাড়বে। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স চ্যাম্পিয়ন উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্থমন্ত্রী বলেছেন, সারাদেশে করদাতারা কর দিয়ে বাহাদুরি দেখাচ্ছেন। আমরা কর বাহাদুরদের স্বীকৃতি দিচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। এ বছর ৮৪ পরিবারকে কর বাহাদুর সম্মাননা প্রদান করা হয়েছে। ব্যাংকিং, নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানসমূহ রাজস্ব আহরণে ভূমিকা রেখে চলেছে।
×