ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাস্তি পেলেন কুমিল্লার তামিম-লিটন

প্রকাশিত: ০৬:১৪, ২০ নভেম্বর ২০১৭

শাস্তি পেলেন কুমিল্লার তামিম-লিটন

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার যদি ৪ ডিমেরিট পয়েন্ট পান তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল ও লিটন কুমার দাস অল্পের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়া থেকে বাঁচলেন। ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সেই সঙ্গে শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে শেষদিকে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করায় এমন শাস্তি পেয়েছেন তামিম ও লিটন। ঘরোয়া ক্রিকেটের প্রায় সব আসরেই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান। জরিমানা কিংবা আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়ানো নতুন কিছু নয় তামিম ইকবালের জন্য। জরিমানা গুনেছেন, নিষিদ্ধও হয়েছেন। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম সেই একই কা- ঘটিয়েছেন। ফলও পেলেন হাতেনাতে। একটি আউট না দেয়াকে কেন্দ্র করে আম্পায়ারকে রীতিমত জেরা করা শুরু করেছিলেন। কোড অব কন্ডাক্ট ভাঙ্গার অপরাধে তাই ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তামিমকে। পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার। শুধু তামিম নন একই পরিমাণ জরিমানা গুনছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসও। দু’জনই একটুর জন্য বেঁচে গেছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে। বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী এটা লেভেল দুই মাত্রার অপরাধ। অনুচ্ছেদ ২.২.৫ অনুযায়ী ৫০ শতাংশ জরিমানা করা হয় তাদের। আম্পায়ারের সিদ্ধান্তে তীব্রভাবে ভিন্ন মত পোষণ করা এবং দুর্ব্যবহারের অপরাধে এই শাস্তি পেয়েছেন জাতীয় দলের দুই খেলোয়াড়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার রানমোরে মার্টিনেজ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান ও চতুর্থ আম্পায়ার মোজাহিদুজ্জামান। ২.২.৫ অনুচ্ছেদ অনুযায়ী লিটন ও তামিমের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। রবিবার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। ম্যাচের মূল ঘটনাটি ঘটে রবি বোপারার বিপক্ষে একটি আপীল নিয়ে। ফিল্ড আম্পায়ার সেটা ‘নট আউট’ দিলে ক্ষেপে যান লিটন। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক তামিম। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তবে ম্যাচ শেষে ম্যাচ রেফারি সেলিম শাহেদের কাছে দু’জনই নিজেদের অপরাধ স্বীকার করেন। ফলে বড় শাস্তির মুখে পড়তে হয়নি তাদের। লেভেল ২ মাত্রার এ অপরাধের সর্বনিম্ন শান্তি ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা। সর্বোচ্চ শাস্তি ১ ম্যাচ নিষিদ্ধ। সঙ্গে ৩ থেকে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ করা। এই অপরাধে তামিম ও লিটন ৩টি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অনুচ্ছেদ ৭.৫ অনুযায়ী ৪টি ডিমেরিট পয়েন্ট যোগ হলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সেই খেলোয়াড়। একটুর জন্য এ যাত্রায় তাই বেঁচে গেলেও সামনে মাঠে আরও সতর্ক থাকা ছাড়া উপায় থাকছে না কুমিল্লার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের।
×