ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফেদেরারের টানা তিন জয়

প্রকাশিত: ০৭:০০, ১৮ নভেম্বর ২০১৭

ফেদেরারের টানা তিন জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন আরও আগেই। বৃহস্পতিবার শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে শেষ ম্যাচেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন রজার ফেদেরার। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে মারিন চিলিচকে ৬-৭, ৬-৪, ৬-১ হারান সুইস তারকা ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী এখন অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েম অথবা ডেভিড গোফিন। বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। কিন্তু বয়সকে হার মানিয়ে অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে অন্য এক উচ্চতায় চলে যাচ্ছেন রজার ফেদেরার। এবার তার অপ্রতিরোধ্য পারফর্মেন্স দেখা গেল মৌসুমের শেষে টুর্নামেন্ট এটিপি ফাইনালসেও। কিংবদন্তি এই টেনিস তারকা চলমান আসরের গ্রুপপর্বে সবকটি ম্যাচ জিতে অপরাজিত রইলেন। এদিকে মৌসুমের শেষ এই টুর্নামেন্টে যদি আর দু’টো ম্যাচ জিতে যান ফেদেরার, তবে তিনি ১৫০০ পয়েন্ট পাবেন। যার অর্থ হবে ৩৬ বছর বয়সী ফেদেরার ২০১৮ সাল শুরু করবেন রাফায়েল নাদালের চেয়ে মাত্র ১৪০ পয়েন্ট পিছিয়ে থেকে। আর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা যদি নিজের করে রাখতে পারেন তাহলে ছাড়িয়ে যাবেন স্প্যানিশ টেনিস তারকাকেও। টেনিস বিশ্বে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছেন ফেদেরার এবং নাদাল। কিন্তু দু’জনই যেন হারিয়ে গেছিলেন। সাম্প্রতিক সময়ে চোট আর ফর্মহীনতার কারণে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিলেন না তারা। তবে চলতি বছরের শুরু থেকেই যেন স্বরূপে ফেরেন এই দুই তারকা। শুরুটা করেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকেট কেটে।
×