ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টিলের এলসিতে বিলম্বে পরিশোধের সুযোগ

প্রকাশিত: ০৬:০৪, ১৬ নভেম্বর ২০১৭

স্টিলের এলসিতে বিলম্বে পরিশোধের সুযোগ

স্টিল শিল্পের অন্তর্ভুক্ত টিন ও রড উৎপাদনে ব্যবহৃত প্রধান চারটি কাঁচামাল আমদানির ঋণপত্র খোলায় বিলম্বে মূল পরিশোধের সুযোগ পাবেন এ খাতের উদ্যোক্তারা। এগুলো হলো- এইচ আর কয়েল, স্ক্রাপ, পিগ আয়রন ও স্পঞ্জ আয়রন। এক্ষেত্রে এসব পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে ৩৬০ দিন বিলম্বে মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যাবে। তবে অবশ্যই নিজস্ব কারখানায় ব্যবহারের লক্ষ্যে এসব পণ্য আমদানি হতে হবে। বুধবার বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে; যা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখায় পাঠানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×